Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুবাই থেকে আসা ফ্লাইট থেকে ৮ টি স্বর্ণবার উদ্ধার


৮ অক্টোবর ২০১৮ ১৩:১৫

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তল্লাশি করে ৮ টি স্বর্ণের বার পেয়েছেন চট্টগ্রামের কাস্টমস কর্মকর্তারা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। সোমবার (০৮ অক্টোবর) ভোর ৬ টা ৩৮ মিনিটে ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে দায়িত্বরত কাস্টমসের সহকারি কমিশনার মাহবুবুর রহমান সারাবাংলাকে বলেন, আমাদের কাছে খবর ছিল, নির্দিষ্ট ফ্লাইটে একটি ব্যাগে স্বর্ণের বার আসছে। ফ্লাইটটি অবতরণের পর আমরা সেটিতে গিয়ে তল্লাশি করি। বিমানের ওভারহেড শেল (পণ্য রাখার জায়গা) থেকে প্লাস্টিক ব্যাগটি  উদ্ধার করা হয়।

ব্যাগে পাওয়া ৮ টি স্বর্ণের বারের ওজন ৯৩৩ দশমিক ১২ গ্রাম এবং দাম প্রায় ৪০ লক্ষ টাকা বলে জানান তিনি।

সারাবাংলা/আরডি/এনএইচ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর স্বর্ণবার

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর