Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশাল সিটির ৯ কেন্দ্রে পুনরায় ভোট ১৩ অক্টোবর


৭ অক্টোবর ২০১৮ ২১:১৪

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: অনিয়মের অভিযোগে বরিশাল সিটি করেপোরেশন (বিসিসি) নির্বাচনে বন্ধ ও স্থগিত ঘোষিত  ৯টি কেন্দ্রে পূনরায় ভোট অনুষ্ঠিত হবে ১৩ অক্টোবর।

কেন্দ্রগুলো হলো ৪, ৫৮, ৬৭, ৬৮, ৮২, ৮৩, ৮৭, ৯৪ এবং ৯৯ নং কেন্দ্র। এসব কেন্দ্রে সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে ভোট নেওয়া হবে। এই ৯টি কেন্দ্রে ভোটগ্রহণের মাধ্যমে ৬ জন সাধারণ এবং ৩ জন সংরক্ষিত কাউন্সিলরসহ মোট ৯ জন কাউন্সিলরের চূড়ান্ত ফলাফল পাওয়া যাবে।

এ ছাড়াও আগামী ২১শে অক্টোবর তিনিটি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন ও চারটি ইউনিয়নের শূন্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। ইসি সূত্র সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছে।

এ দিকে রোববার নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে।

আদেশে বলা হয়েছে, বরিশাল সিটি করপোরেশনের বন্ধঘোষিত সৈয়দা মজিদুন্নেসা মাধ্যমিক বিদ্যালয়-১ এর এক নং সাধারণ ওয়ার্ডের কাউন্সির পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এছাড়াও ফারিয়া মহিলা কলেজ, সরকারি মহিলা কলেজ, বরিশাল সিটি কলেজ, শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ-১, শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ-২, আরএম সাগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, শহীদ আ: রব সেরনিয়াবাদ সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও রুপাতলী জাগুয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত ৩০ জুলাই বরিশাল সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ১ লাখ ৩৯ হাজার ১৫১ ভোট পড়ে। ভোটের হার ৬২ ভাগ। তবে নানা অনিয়মের অভিযোগে এই ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করে নির্বাচন কমিশন। তদন্ত শেষে গত বুধবার নির্বাচনের দুই মাস তিনদিনের মাথায় ফলাফল ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/এমএইচ

বরিশাল সিটি করপোরেশন বরিশাল সিটি করপোরেশন নির্বাচন ভোটগ্রহণ মেয়র নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর