Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেডিকেলের প্রশ্নফাঁসকারী চক্রের ৬ সদস্যের রিমান্ড মঞ্জুর


৭ অক্টোবর ২০১৮ ১৯:০৮

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: মেডিকেল ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ভুয়া প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের ছয় সদস্যের দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছে আদালত।

রোববার (৭ অক্টোবর) ঢাকা মহানগর হাকিম গোলাম নবী এই রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে নেওয়া আসামিরা হলেন, আবু নাঈস, মাসুদ আহমেদ, সাইফুল আমীন নাভিদ, মাহাম্মাদ বিন খালিদ, মো. রাইসুল ইসলাম ও মো. নাকিব।

মামলার তদন্তকারী কর্মকর্তা কাউন্টার টেরোরিজমের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের স্যোশাল মিডিয়া মনিটরিং টিমের এসআই মো. সজিবুজ্জামান আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

এদিন আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বিাতিল চেয়ে জামিনের আবেদন করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, আসামিরা তাদের ফেসবুক আইডি হতে দেশের চলমান বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তির জন্য ফেসবুক, হোয়াটটসঅ্যাপসহ বিভিন্ন সোশাল মিডিয়ার আইডি থেকে প্রশ্নপত্র ফাঁস, রেজাল্ট পরিবর্তন, পরীক্ষার রেজাল্ট জালিয়াতির মাধ্যমে ভর্তির ষড়যন্ত্র এবং সাধারণ ছাত্র-ছাত্রীদের প্রতারণার ফাঁদে ফেলে রাষ্ট্রীয় ভাবমূর্তি ক্ষুন্ন করে আসছিল। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে এক কোটি ২৪ লাখ ৫০ হাজার টাকার ১২টি চেক, মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ৯১টি প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড, ১৫টি ট্রান্সক্রিপ্ট ও প্রশংসাপত্র, পাঁচ সেট ভুয়া প্রশ্নপত্র, ১৬টি মোবাইল ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়।

গত শুক্রবার (৫ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসামিদের আটক করে র‌্যাব-১০।

সারাবাংলা/এআই/এমআই

প্রশ্নফাঁস মেডিকেল ভর্তি পরীক্ষা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর