Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘খালেদা জিয়া সন্তুষ্ট না হলে হাইকোর্টে যাবে বিএনপি’


৭ অক্টোবর ২০১৮ ১৫:০৩ | আপডেট: ৭ অক্টোবর ২০১৮ ১৭:৫৪

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: কারাবন্দি খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের ডাক্তারদের ব্যাপারে তিনি সন্তুষ্ট না হলে আবারও হাইকোর্টে যাবে বিএনপি।

রোববার (০৭ অক্টোবর) দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের পরিচালকের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে মওদুদ আহমদ সংবাদিকদের সঙ্গে কথা বলেন।

তিনি বলেন, ‘হাইকোর্টের নির্দেশনা রয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ইচ্ছা করলে তার পছন্দ অনুযায়ী ডাক্তারের কাছে চিকিৎসা নিতে পারবেন। আর আদালতের নির্দেশনা আছে, বেগম জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ডে আওয়ামী লীগ সমর্থিত চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)-এর কোনো সদস্য রাখা যাবে ন৷ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে, এ বিষয়ে আদালতের নির্দেশনা প্রতিফলিত হচ্ছে না৷ সুতরাং এখন আমরা দেখব যে, এই ডাক্তার নিয়ে ম্যাডাম সন্তুষ্ট হয় কী না৷ যদি না হন, আমরা এ ব্যাপারে আবারও হাইকোর্টে যাব৷’

মওদুদ বলেন, ‘আমরা আজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুনের সঙ্গে সাক্ষাৎ করে আমাদের উদ্বিগের কথা জানিয়েছি এবং হাইকোর্টের যে নির্দেশনা রয়েছে, তা মেনে বেগম খালেদা জিয়াকে চিকিৎসা দিতে বলেছি।’

বিএনপির এ স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘বেগম জিয়ার পরিচর্যায় থাকা ফাতেমার বিষয়টি স্পষ্ট করেছি। তিনি গত ৮ মাস ধরে বেগম খালেদা জিয়ার সঙ্গে আছে। তাকে রাখার ব্যাপারে হাইকোর্টের নির্দেশনা আছে। সে বিষয়টিও আমরা জানিয়েছি।’

বিজ্ঞাপন

মওদুদ আহমদের নেতৃত্বে বিএনপির আইনজীবীদের ৪ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও ব্যারিস্টার কায়সার কামাল।

সারাবাংলা/এজেড/একে

খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন বিএসএমএমইউ

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর