Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজারে ৮ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার


৭ অক্টোবর ২০১৮ ১২:৪২

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

কক্সবাজার : কক্সবাজারের টেকনাফে আলাদা অভিযানে ৮ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। তবে এসব অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

রোববার (৭ অক্টোবর) সকালে আলাদা অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে বেলা ১১ টার দিকে উভয় বাহিনীর তরফ থেকে বিষয়টি গণমাধ্যমে জানানো হয়।

টেকনাফ থানা জানিয়েছে, রোববার সকালে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়া এলাকায় বঙ্গোপসাগরের পাড়ে পরিত্যক্ত অবস্থায় একটি বস্তা পাওয়া যায়। পরে বস্তাটি খুলে ৬ লাখ ইয়াবা উদ্ধার করা হয়।

বেলায় ১১ টায় টেকনাফ থানায় বিফ্রিংয়ে উখিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান জানান, মিয়ানমার থেকে ইয়াবার চালান আসার খবর পেয়ে বাহারছড়া এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় সাগরপাড়ে একটি পরিত্যক্ত বস্তা পাওয়া যায়। বস্তাটির ভেতর ৬ লাখ ইয়াবা পাওয়া যায়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। পুলিশের ধারণা, পাচারকারীরা ইয়াবাগুলো ফেলে পালিয়ে গেছে।

এর আগে রোববার ভোরে টেকনাফ সদর ইউনিয়নের নোয়াখালীপাড়ার মেরিন ড্রাইভ সড়কের অদূরে বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় একটি বস্তা উদ্ধার করে বিজিবি। পরে বস্তা খুলে এর ভেতরে ২ লাখ ১০ হাজার ইয়াবা পায় বিজিবি।

রোববার বেলা ১১ টার দিকে বিষয়টি জানান টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আছাদ উজ জামান। তিনি বলেন, সাগরপথে ইয়াবার চালান এনে মেরিন ড্রাইভে তোলার খবর পেয়ে শনিবার রাত থেকেই বিজিবি সদস্যরা নোয়াখালীপাড়াসহ আশপাশের এলাকায় টহল জোরদার করেন। পরে রোববার ভোরে মেরিন ড্রাইভ থেকে কিছু দূরে বঙ্গোপসাগরে একটি বস্তা ভাসতে দেখা যায়। বস্তাটি তল্লাশী করে ২ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এসময় কাউকে আটক করা যায়নি।

বিজ্ঞাপন

বিজিবি অধিনায়কের ধারণা, পাচারকারীরা সাগরপথে ট্রলারযোগে ইয়াবাগুলো এনে এরপর মেরিনড্রাইভ সড়ক দিয়ে পাচারের নিচ্ছিলেঅ। কিন্তু বিজিবির অবস্থান টের পেয়ে ইয়াবার বস্তা ফেলে পালিয়ে যায়। একারণে কাউকে আটক করা সম্ভব হয়নি।

সারাবাংলা/এসএমএন

ইয়াবা কক্সবাজার টেকনাফ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর