Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যাত্রাবাড়ীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, একজনের মৃত্যু


৭ অক্টোবর ২০১৮ ১২:০১

ফাইল ছবি

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা : রাজধানীর যাত্রাবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় হালিমা আক্তার (৩০) নামের এক নারী মারা গেছেন। এসময় আহত হয়েছেন তার বড় ভাই মোস্তাফিজুর রহমান (৪০)।

রোববার (৭ অক্টোবর) সকাল ১০ টার দিকে যাত্রাবাড়ীর মেয়র হানিফ ফ্লাইওভারে ঢালের দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হালিমাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে বেলা সোয়া ১১ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হালিমার ভাই আহত মুস্তাফিজুর রহমান জানান, তারা ডেমরা সারুলিয়া দক্ষিণ টেংরা এলাকায় থাকেন। ছোট বোনকে নিয়ে মোটরসাইকেল যোগে বাসা থেকে কাকরাইল আসছিলেন তিনি। পথে মেয়র হানিফ ফ্লাইওভারের শনির আখড়া ঢালে পৌঁছলে আরেকটি মোটর সাইকেল তাদের মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে দুইটি মোটর সাইকেলই ছিটকে পড়ে যায়। হালিমার মাথায় হেলমেট থাকা সত্ত্বেও গুরুতর আঘাত পান তিনি। পরে হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হালিমার স্বামীর নাম বাবুল মিয়া। তিন সন্তানসহ তারা ডেমরাতেই বসবাস করতেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসআর/এসএমএন

 

রাজধানীতে সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর