Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিনাজপুরে ছেলের হাতে বাবা খুন


৭ অক্টোবর ২০১৮ ১১:৪৬

|| ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ||

দিনাজপুর : দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলায় ছেলের ধারালো অস্ত্রের আঘাতে বাবা মারা গেছেন।

শনিবার (৬ অক্টোবর) রাতে হাটরামপুর এলাকার পশ্চিমপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম তালা কিসকু (৫৭)। তাকে হত্যার দায়ে ছেলে বৈদ্ধ কিসকুকে (৩০) আটক করেছে পুলিশ।

প্রতিবেশীদের বরাত দিয়ে পুলিশে জানিয়েছে, একাধিক বিয়ে করাকে কেন্দ্র করে বাবা ও ছেলের মধ্যে দীর্ঘদিন থেকে দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে গতরাতে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছেলে বৈদ্ধ তার বাবার মাথায় লাঠির আঘাত করে। পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বাবাকে জখম করে। দ্রুত স্থানীয়রা তালা কিসকুকে উদ্ধার করে হাসপাতাল নেওয়ার পথে তিনি মারা যান। এসময় স্থানীয়রাই বৈদ্ধ কিসকুকে আটক করে পুলিশে সোপর্দ করে।

বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করে সারাবাংলাকে জানান, নিহত তালা কিসকুর মরদেহ রোববার (৭ অক্টোবর) ময়না তদন্তের জন্য এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বৈদ্ধ কিসকুকে আটক করা হয়েছে। তবে কোনো মামলা না হওয়ায় এখনো তাকে গ্রেফতার দেখানো হয়নি।

সারাবাংলা/এসএমএন

 

ছেলের হাতে বাবা খুন দিনাজপুর বোচাগঞ্জ

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর