Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোট কারচুপির ফাঁদ পেতেছে সরকার: মওদুদ


৬ অক্টোবর ২০১৮ ১৭:০৪

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: সরকার সুপরিকল্পিত ভাবে ভোট কারচুপি ফাঁদ পেতেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ। বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ দাবি করেন।

খালেদা জিয়া ও তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারসহ হাবিব-উন-নবী খান সোহেল এবং সুলতান সালাউদ্দিন টুকুসহ গ্রেফতারকৃত সব নেতাদের মুক্তির দাবিতে ‘নাগরিক অধিকার আন্দোলন ফোরাম’ এ অনুষ্ঠানের আয়োজন করে।

সরকার নির্বাচনে কোনো দলের অংশগ্রহণ চায় না মন্তব্য করে মওদুদ বলেন, ‘সরকার সুপরিকল্পিত একদলীয় নির্বাচন করে আবারও ক্ষমতায় আসতে তৈরি হয়েছে। কিন্তু জনগণ সরকারকে সেই সুযোগ দেবে না।’

ডিজিটাল আইনের সমালোচনা করে মওদুদ বলেন, ‘এই কালো আইনের ৪৭ ধারায় পুলিশকে সীমাহীন ক্ষমতা দেওয়া হয়েছে। এই ধারার ক্ষমতায় কোনো ওয়ারেন্ট ছাড়াই পুলিশ চাইলে যেকোনো সংবাদপত্রের অফিসে তল্লাশিসহ গ্রেফতার করতে পারবে। নির্বাচনের পূর্বে নির্বাচনের পরিবেশ নষ্ট করার জন্যে এবং সাংবাদিকদের অধিকার হরণের জন্যে সরকার এই আইন করেছে।’

মওদুদ আরও বলেন, “ইভিএম মানে আসলে কি? আমরা সেটা আবিস্কার করে ফেলেছি। সেটা হচ্ছে ‘ইভ্রেইসিং ইনভেনশনস মেশিন’ অর্থাৎ ভোট জালিয়াতি বা প্রভাবিত করার মেশিন এটি। জাতীয় ঐক্যের মাধ্যমে এই সরকারের পতন অনিবার্য।’

সারাবাংলা/এসও/এমও

একাদশ নির্বাচন বিএনপি মওদুদ আহমদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর