‘প্রিয় তুমি’
৬ অক্টোবর ২০১৮ ১৬:০৭ | আপডেট: ৮ অক্টোবর ২০১৮ ১০:২৪
এন্টারটেইন করেসপন্ডেন্ট।।
একটা প্রেমের গল্প বলা যাক। যে গল্পে দুটি হিন্দু পরিবার একই বিল্ডিংয়ের ওপর নীচ তলায় থাকে। দশ বছর ধরে। দুই পরিবারের ছেলেমেয়ের মধ্যে ভালোবাসা নামক সম্পর্কের ইমারত তৈরী হয়। চিঠি আদান-প্রদান হয়। কথা হয়। স্বপ্নে পঙ্খীরাজের ঘোড়ায় চড়ে তেপান্তরের মাঠ পাড়ি দেয় তারা।
কিন্তু এভাবে তো মসৃণভাবে প্রেম এগোতে পারে না। টানাপোড়েন আসা দরকার। কি সেই টানাপোড়েন? প্রশ্নটির উত্তর পাওয়া যাবে মাহমুদুর রহমান হিমি পরিচালিত ‘প্রিয় তুমি’ খণ্ডনাটকে। তানিন রহমানের লেখা নাটকটিতে অভিনয় করেছেন অপূর্ব, মেহজাবিন।
আরও পড়ুন : অনুরাগের স্বপ্নের শেষ!
খণ্ডনাটক সম্পর্কে মাহমুদুর রহমান হিমি সারাবাংলাকে বলেন, ‘পূজাতে এই প্রথম কাজ করলাম। জানিনা কতোটা ভালো করতে পেরেছি! তবে বিশ্বাস করি খারাপ কিছু নির্মাণ করিনি।’
এই নাটকে কন্ঠশিল্পী ও অভিনেতা তাহসানের একটি গান ব্যবহার করা হয়েছে। সেভেন টিউনস এন্টারটেইনমেন্ট এর ব্যানারে নির্মিত নাটকটি পরিবেশনা করছে ফ্যাক্টর থ্রি। দূর্গাপূজা উপলক্ষে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল নাগরিক টিভিতে এটি প্রচার করা হবে।
সারাবাংলা/আরএসও/টিএস
আরও পড়ুন :
সুপার হিরো বেশে কমেডি করবেন রণবীর সিং
আসছে চঞ্চল-সজীবের গানের অ্যালবাম
শুরু হলো সিসিমপুরের নতুন মৌসুম
সম্পর্কের জটিল সমীকরণ ‘হ্যালো ভালোবাসা’
আরো দেখুন :
সারাবাংলা’য় আড্ডা। অতিথি : শিমুল মুস্তাফা। উপস্থাপনা : পলাশ মাহবুব