Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চীনে ইন্টারপোল প্রধান নিখোঁজ


৫ অক্টোবর ২০১৮ ২২:৩৪ | আপডেট: ৫ অক্টোবর ২০১৮ ২২:৩৮

।। আন্তর্জাতিক ডেস্ক।।

ঢাকা: পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের প্রধান মেং হংওয়েই নিজ দেশ চীনে গিয়ে নিখোঁজ হয়েছেন। গত সেপ্টেম্বর মাসে তার স্ত্রী ফ্রান্সের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ করলে পুলিশ বিষয়টি তদন্ত শুরু করে বলে জানায় বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

দ্যা টেলিগ্রাফ জানিয়েছে, ইন্টারপোলের সদর দফতর ফ্রান্সের লিঁও শহরে পরিবারের সঙ্গে বসবাস করে আসছিলেন ৬৪ বছর বয়সী মেং হংওয়েই। ইন্টারপোলের সদর দফতর থেকে চীনের উদ্দেশে যাত্রা করার পর থেকেই নিখোঁজ রয়েছেন তিনি। হংওয়েই নিখোঁজের বিষয়টি সর্বপ্রথম আইনশৃঙ্খলা রক্ষাকারীদের জানান তার স্ত্রী।

মেং হংওয়েই ২০১৬ সালের নভেম্বর মাস থেকে ইন্টারপোলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এরপর আগে চীনের পাবলিক নিরাপত্তা বিভাগের উপমন্ত্রী এবং কাউন্টার টেররিজম অফিসের কন্ট্রোল কমিশন ও কোস্ট গার্ডের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২০ সালে ইন্টারপোলে তার দায়িত্ব শেষে হওয়ার কথা রয়েছে।

নিখোঁজ হবার প্রসঙ্গে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ তাদের উদ্বেগ প্রকাশ করলেও এখনও পর্যন্ত ইন্টারপোলের মুখপাত্র এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

সারাবাংলা/এমএইচ

ইন্টারপোল চীন নিখোঁজ মেং হংওয়েই