Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জঙ্গি আস্তানা’ সন্দেহে মিরসরাইয়ে একটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব


৫ অক্টোবর ২০১৮ ০৮:৩২ | আপডেট: ৫ অক্টোবর ২০১৮ ১২:৪০

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: বৃহস্পতিবার গভীর রাত থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মিরসরাইয়ে বাড়িটিকে ঘিরে র‌্যাব। বাড়ির ভেতর থেকে র‌্যাবের সাথে গোলাগুলি এবং বিকট শব্দে বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে জানান স্থানীয় প্রত্যক্ষদর্শীরা।

র‌্যাব বলছে, ওই বাড়িটি একটি জঙ্গি আস্তানা। ভেতরে নারীসহ অন্তত চারজন অবস্থান করছেন বলে তাদের কাছে তথ্য আছে।

র‌্যাব-৭ এর উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার সাফায়াত জামিল ফাহিম সারাবাংলাকে জানান,  জঙ্গি আস্তানাটিতে অভিযান শুরু হয়। প্রথমেই বাড়িটি ঘিরে ফেলা হয়। এসময় র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে বাড়ির ভেতর থেকে। র‌্যাবও পাল্টা গুলি ছুঁড়লেও পরে তারা সরে যায়।

এসময় বাড়ির ভেতরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।

বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে পৌঁছার পর বাড়ির ভেতরে অভিযান শুরু হবে বলে জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা।
গোলাগুলি ও বিস্ফোরণের সময় প্রায় একঘন্টা মহাসড়কের একপাশে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায় বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।

মহাসড়ক থেকে আনুমানিক ১০০ গজ দূরে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার সোনাপাহাড় এলাকায় ওই বাড়িটি ঘিরে এখনও অভিযান চলছে। বাড়িটি এক বিএনপি নেতার বলে র‌্যাব সূত্রে জানা গেছে।

সারাবাংলা/আরডি/এনএইচ/জেএএম

জঙ্গি আস্তানায় অভিযান র‍্যাব

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর