Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফখরুলকে কমনওয়েলথ মহাসচিবের চিঠি


৪ অক্টোবর ২০১৮ ২২:৫৬

বক্তব্য রাখছেন মির্জা ফখরুল

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চিঠি দিয়েছেন কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া। চিঠিতে তিনি লিখেছেন ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নিক—এটাই চাইছে কমনওয়েলথ।’

বিএনপির একটি দায়িত্বশীল সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্রটির মতে, ‘চিঠিতে প্যাট্রিসিয়া লিখেছেন, ‘আমি দৃঢ়ভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বিএনপিকে উৎসাহিত করছি। কার্যকর গণতন্ত্রের জন্য সবার অংশগ্রহণমূলক নির্বাচন অপরিহার্য।’

‘খালেদা জিয়া ছাড়া নির্বাচন নয়’— এমন ঘোষণা দিয়ে বিএনপি যখন দলের চেয়ারপারসনের মুক্তি ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দেশ–বিদেশে জনমত তৈরিতে ব্যস্ত, তখন কমনওয়েলথ মহাসচিবের এমন চিঠি বিএনপির মধ্যে নানা আলোচনার জন্ম দিয়েছে।

গত আগস্টে কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া ঢাকা সফর করেন। ওই সময় তিনি সরকারের বিভিন্ন পর্যায়ের মন্ত্রী ও কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। সে সময় বিএনপির একটি প্রতিনিধিদল তার সঙ্গে সাক্ষাৎ করে।

সেই সাক্ষাতে রাজনৈতিক পরিস্থিতি, বিরোধী দলের ওপর হামলা-মামলা, হয়রানির বিষয়টি তুলে ধরেন বিএনপি নেতারা। দলীয় সরকারের অধীনে নির্বাচনের ‘খারাপ’দিকগুলোও তুলে ধরেন তারা। সাক্ষাতের ২ মাসের মাথায় প্যাট্রিয়াসের চিঠি পেলেন বিএনপির মহাসচিব।

এ বিষয়ে জানতে চাইলে বৃহস্পতিবার রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, ‘আমরা কমনওয়েলথে চিঠি পাঠিয়েছিলাম। সেই চিঠির জবাব পেয়েছে।’

চিঠির বিষয়বস্তু কী, জানতে চাইলে কোনো জবাব দেননি তিনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/একে

প্যাট্রিসিয়া ফখরুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর