Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪৩ কেজি স্বর্ণসহ আন্তর্জাতিক চক্রের ৫ সদস্য আটক


৪ অক্টোবর ২০১৮ ২০:০৬

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকা: দুবাই, আমেরিকা এবং অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ থেকে অবৈধভাবে স্বর্ণ দেশে এনে সেই স্বর্ণ আবার পার্শ্ববর্তী দেশগুলোতে পাচার করা হয় চুক্তির বিনিময়ে। এ সব স্বর্ণপাচারে জড়িত থাকে কয়েকস্তরের আন্তর্জাতিক চক্র। তাদের মধ্যে পাঁচজনকে প্রায় ৪৩ কেজি স্বর্ণসহ আটক করেছে র‌্যাব-২।

আজ (৪ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া সেন্টারে এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন র‌্যাব-২ এর পরিচালক লে. কর্নেল আনোয়ারুজ্জান।

তিনি বলেন, ‘গত ১৬ আগস্ট সিলেটের বর্ডার এলাকায় তিনজন আন্তর্জাতিক স্বর্ণ পাচারকারী চক্রের সদস্যকে আটক করা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গতকাল রাত থেকে সকাল পর্যন্ত অভিযান চালিয়ে মানিকগঞ্জ থেকে ৫ সদস্যকে আটক করা হয়েছে।’

তাদেরকে গাবতলী থেকে অনুসরণ করা হয় বলে জানান তিনি। আটকৃতরা পুরান ঢাকা থেকে জব্দকৃত স্বর্ণগুলো পার্শ্ববর্তী দেশে পাচার করার উদ্দেশ্য নিয়ে যাচ্ছিল।

আনোয়ারুজ্জামান বলেন, ‘তারা চুক্তির বিনিময়ে সপ্তাহে দুবার এবং মাসে প্রায় আটবার প্রতিবার ১০ থেকে ১৫ হাজার টাকার বিনিময়ে এ কাজ করে। কেউ কেউ অন্য পেশা এমন কি বিদেশ থেকে কয়েকবছর থেকে তারপর দেশে এসে আন্তর্জাতিক স্বর্ণ পাচার চক্রের সঙ্গে যোগ দিয়েছে।’

আটকেরা দেড় বছরের বেশি সময় ধরে এ কাজ করছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে র‌্যাবকে।

আটক ৫ জন হলেন ইয়াহিয়া আমিন ( ৪২), শেখ আমিনুর রহমান (৩৭), মো. মনিরুজ্জামান রনি (৩৫), শেখ জাহিদুল ইসলাম (৩৩) ও মো. জহিরুল ইমলাম তারেক (২৮)। তাদের প্রত্যেকের কোমরের বিশেষ জায়গা থেকে মোট ২৫৮ টি স্বর্ণের বার জব্দ করা হয়। যার ওজন ৪৩ কেজি ১৫৯ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ১৮ কোটি। এ সময় তাদের কাছ থেকে ১০টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

আটকদের জিজ্ঞাসাবাদ শেষে আইনি ব্যবস্থা নিতে মানিকগঞ্জ থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছের র‌্যাব-২ এর পরিচালক।

সারাংলা/এসএইচ/একে

 

পাচার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর