Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রীমঙ্গলে যান্ত্রিক ত্রুটিতে হেলিকপ্টারের জরুরি অবতরণ


৩ জানুয়ারি ২০১৮ ১৫:২৮ | আপডেট: ১৭ মার্চ ২০১৮ ১৮:৩৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,  মৌলভীবাজার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিজিবি ক্যাম্পে বিমান বাহিনীর একটি হেলিকপ্টার জরুরি অবতরণ করেছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কারিগরি ত্রুটির কারণে বিমানটির জরুরি অবতরণ ঘটে। হেলিকপ্টারের সকল আরোহী সুস্থ আছে।

তবে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বেরুল ইসলাম জানিয়েছেন, একটি সামরিক হেলিকপ্টার শ্রীমঙ্গল বিজিবি ক্যাম্পে জরুরি অবতরণের সময় ছিটকে পড়ে দুর্ঘটনার শিকার হয় এবং চারজন আহত হন। পরে আহতদের উদ্ধার করে শ্রীমঙ্গল হাসপাতাল ও মৌলভীবাজার সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

হেলিকপ্টারে দুইজন বিদেশি নাগরিক ছিলেন বলে সারাবাংলা ডটনেটের মৌলভীবাজার প্রতিনিধি নিশ্চিত করেছেন। তবে তাদের পরিচয় জানা যায়নি।

সারাবাংলা/এসআর/একে

জরুরি অবতরণ শ্রীমঙ্গল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর