Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোটার দাবিতে চট্টগ্রামে মুক্তিযোদ্ধার সন্তানদের সড়কে অবস্থান


৪ অক্টোবর ২০১৮ ১৭:১৫ | আপডেট: ৪ অক্টোবর ২০১৮ ১৭:১৮

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

চট্টগ্রাম ব্যুরো: সরকারি চাকরিতে ৩০ শতাংশ কোটা বহাল রাখার দাবিতে চট্টগ্রাম নগরীতে সড়কে অবস্থান করে বিক্ষোভ করছেন মুক্তিযোদ্ধার সন্তানেরা।

বৃহস্পতিবার (৪ অক্টোবর) বিকেল ৪টা থেকে নগরীর জামালখানে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়েছেন তারা।

প্রায় অর্ধশতাধিক তরুণ-যুবক প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়েছেন। স্লোগানে স্লোগানে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। অনেকে জাতীয় পতাকা নিয়ে এসেছেন। কারও কারও কপালে বাঁধা লাল-সবুজের পতাকা।

তবে দুইভাগে বিভক্ত সড়কের একপাশে অবস্থান নেওয়ায় নগরীর জামালখান দিয়ে যানবাহনের স্বাভাবিক চলাচলে ব্যাঘাত ঘটছে। আশপাশের এলাকায় যানজটও সৃষ্টি হয়েছে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন সারাবাংলাকে বলেন, মুক্তিযোদ্ধা কোটার পক্ষে তরুণ-যুবকরা প্রেসক্লাবের সামনে রাস্তায় অবস্থান নিয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে।

আন্দোলনকারীদের সঙ্গে চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা, নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিকে দেখা গেছে।

সরকারি চাকরিতে নিয়োগে সংরক্ষিত ৫৬ শতাংশ কোটা সংস্কার করে ১০ শতাংশে নামিয়ে আনার দাবিতে কয়েক মাস আগে জোরালো আন্দোলন গড়ে তোলে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ নামে একটি সংগঠন। এই আন্দোলনের প্রেক্ষিতে কোটা বাতিলের ঘোষণা দেন প্রধানমন্ত্রী। এরপর কোটা পদ্ধতি পর্যালোচনা করতে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করে দেয় সরকার। ওই কমিটি প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে কোটা সম্পূর্ণ তুলে দেওয়ার সুপারিশ করে, যা বুধবার (৪ অক্টোবর) মন্ত্রিসভার অনুমোদন পায়।

বিজ্ঞাপন

তবে প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে কোটা বাতিল হলেও তৃতীয় ও চতুর্থ শ্রেণির চাকরিতে কোটা পদ্ধতি আগের মতোই আছে।

সারাবাংলা/আরডি/এমএইচ

অবস্থান আন্দোলনকারী কোটা পুনর্বহাল দাবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর