Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিনহার অ্যাকাউন্টে ৪ কোটি টাকা, অনিয়মের তথ্য পেয়েছে দুদক


৪ অক্টোবর ২০১৮ ১৬:৫৩ | আপডেট: ৪ অক্টোবর ২০১৮ ১৬:৫৪

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

 ঢাকা: সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এস কে সিনহা) অ্যাকাউন্টে চার কোটি টাকা লেনদের ঘটনায় অনিয়ম ও জালিয়াতির তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সুর্নিদিষ্ট করে নাম না বললেও এ ঘটনায় ‘অনেকের’ সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

বৃহস্পতিবার (৪ অক্টোবর) বিকেলে সেগুনবাগিচার প্রধান কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নে দুদক চেয়ারম্যান এ তথ্য জানিয়েছেন।

ভবিষ্যতে ওই ‘অনেক’ ব্যক্তির বিরুদ্ধে মামলা হবে বলেও জানান তিনি।

দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, ‘দুটো ঋণের ব্যাপারে আমরা তদন্ত করছি। তদন্ত শেষ হয়ে গেছে। অনেকের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। দুটো ঋণ প্রক্রিয়ায় জালিয়াতির আশ্রয় নেওয়া হয়েছে। সেখানে অনেকেরই সংশ্লিষ্টতা পাওয়া গেছে। আমরা সেগুলো বিচার বিশ্লেষণ করছি।’

এ ঘটনায় রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি কি জড়িত ছিলেন এমন প্রশ্নে দুদক চেয়ারম্যান বলেন, ‘গুরুত্বপূর্ণ ব্যক্তি থাকুক আর যেই থাকুক, যাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে বা যাবে তাদের বিরুদ্ধেই আমরা ব্যবস্থা নেব।’

কী ধরনের অনিয়ম পাওয়া গেছে এমন প্রশ্নে তিনি বলেন, ‘দুটি ঋণ প্রক্রিয়া এবং এই টাকা মানি লন্ডারিং বা বিভিন্ন জায়গায় যাওয়া, নগদ উত্তোলন- এ সকল বিষয়ে অনেক কিছু এসেছে।’

দুদকের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে দুদক প্রধান বলে, ‘যা হয়, তাই হবে। যদি অভিযোগের প্রমাণ পাওয়া যায়, তাহলে আইন অনুযায়ী মামলা করা হবে।’

চার কোটি টাকা কেলেঙ্কারির ঘটনায় দুদকের অভিযোগের সংক্ষিপ্ত বিবরণীতে বলা হয়, ফারমার্স ব্যাংক লিমিটেডের কতিপয় কর্মকর্তার যোগসাজশে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে চার কোটি টাকার ঋণ অনুমোদন করে ওই টাকা ‘রাষ্ট্রের গুরুত্বপূর্ণ’ এক ব্যক্তির নামে হস্তান্তর দেখিয়ে আত্মসাৎ ও মানি লন্ডারিং করা হয়েছে।

বিজ্ঞাপন

২০১৬ সালে ফারমার্স ব্যাংকের গুলশান শাখা থেকে দুই কোটি টাকা করে মোট চার কোটি টাকা শাহজাহান ও নিরঞ্জন নামে দুই ব্যক্তি ঋণ নেন। এরপর একই বছরের ১৬ নভেম্বর সেই অর্থ পে-অর্ডারের মাধ্যমে সুরেন্দ্র কুমার সিনহার ব্যাংক হিসাবে স্থানান্তর করেন।

এ ঘটনায় গত ২৬ সেপ্টেম্বর ফারমার্স ব্যাংকের সাবেক এমডি এ কে এম শামীমসহ ছয় কর্মকর্তাকে সাড়ে ছয় ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে (দুদক)। পরে ব্যাংকটির ৭ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

সারাবাংলা/ইএইচটি/একে

দুদক সাবেক প্রধান বিচারপতি সিনহা

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর