Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুসলিম দেশের বিরোধ মীমাংসায় আলোচনায় গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর


৪ অক্টোবর ২০১৮ ১৭:৩৮

।। সারাবাংলা ডেস্ক।।

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভ্রাতৃপ্রতিম মুসলিম দেশগুলোর পরস্পরের মধ্যে বিবদমান দ্বন্দ্ব-সংঘাত নিরসনে সংলাপের ওপর গুরুত্বারোপ করেছেন।

বৃহস্পতিবার (৪ অক্টোবর) সকালে ইরানের বিদায়ী রাষ্ট্রদূত ড. আব্বাস ভাইজি দেহনভী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাতে গেলে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৈঠকের পরে সাংবাদিকদের ব্রিফিয়ে প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে বলেন- প্রধানমন্ত্রী বলেছেন, মুসলিম দেশগুলোর মধ্যে বিশেষ করে ওআইসি সদস্য দেশগুলোর বিবদমান সমস্যাগুলোকে আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।

প্রধানমন্ত্রী বৈঠকে রোহিঙ্গা সমস্যা, কক্সবাজারে তাদের পুনর্বাসন প্রসঙ্গ এবং তাদের মিয়ানমারের রাখাইন রাজ্যে সফল প্রত্যাবাসন বিষয়ে তার সরকারের পদক্ষেপসমূহ তুলে ধরেন।

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের জীবনধারণের জন্য উন্নত পরিবেশ নিশ্চিত করতে উপকূলীয় দ্বীপ ভাষানচরে তাদের স্থানান্তরে তার সরকারের উদ্যোগেরও উল্লেখ করেন।

এর উত্তরে ইরানের রাষ্ট্রদূত বলেন, ইরানও চায় মিয়ানমারের ওপর চাপ বৃদ্ধি করতে। যাতে করে তাদের নাগরিকদের নেপিদো বাংলাদেশ থেকে ফেরত নিয়ে যায়।

ইরানের রাষ্ট্রদূত বলেন, তার দেশও বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের সাহায্যার্থে তহবিল সংগ্রহ করছে।

প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মো. নজিবুর রহমান এবং সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন এ সময় উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমএইচ/একে

ইরানের রাষ্টদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর