Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেখ হাসিনা নয়, পদ্মা সেতুর নাম হবে নদীর নামেই: কাদের


৪ অক্টোবর ২০১৮ ১৬:০৯ | আপডেট: ৪ অক্টোবর ২০১৮ ১৬:১৪

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: জনমতের প্রতিফলন দেখিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে পদ্মা সেতুর নামকরণ করার উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত নদীর নামেই এই সেতুর নামকরণ হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী নিজেই প্রস্তাবিত নাম থেকে তার নামের অংশটুকু কেটে দিয়েছেন বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (৪ অক্টোবর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একজন রোগীকে দেখতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন- পদ্মা সেতুর নামকরণ হবে শেখ হাসিনার নামে

ওবায়দুল কাদের বলেন, জনমতের প্রতিফলন ঘটাতে আমরা পদ্মা সেতুর নাম দিতে চেয়েছিলাম ‘শেখ হাসিনা পদ্মা সেতু’। কিন্তু আজ (বুধবার) সকালে প্রধানমন্ত্রী উন্নয়ন মেলায় আমকে বলে দিয়েছেন, সেতুর সঙ্গে তার নাম থাকবে না। তিনি শেখ হাসিনা নামটি কেটে দিয়েছেন।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী আমাকে বলেন, ‘এই পদ্মা সেতু নিয়ে আমার পরিবার অপমানিত হয়েছে, আমি নিজেও অপমানিত হয়েছি। বিশ্বব্যাংক আমাদের অনেক হেনস্তা করেছে। এখানে আমার পরিবারের কোনো নাম আমি যুক্ত করতে চাই না। এটা আমার চ্যালেঞ্জের সেতু। পদ্মা নদীর নামেই পদ্মা সেতুর নামকরণ হবে।’ বিষয়টি আজ সাময়িকভাবে পাস হয়ে গেছে।

১৩ অক্টোবর প্রধানমন্ত্রী পদ্মা রেল সেতুর কাজ উদ্বোধন করতে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এ প্রসঙ্গ টেনে কাদের বলেন, প্রধানমন্ত্রী কিন্তু পদ্মার চলমান কাজের উদ্বোধন করবেন। মোট চারটি প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। পদ্মা সেতুর সঙ্গে রেল লাইনের যে সংযোগ, সেটার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। এছাড়া মাওয়া পয়েন্টে ১৩০০ মিটার রিভার প্রটেকশন ও ঢাকা-মাওয়া রুটে ৫৫ কিলোমিটার দীর্ঘ বাংলাদেশের প্রথম এক্সপ্রেসওয়ের চলমান কাজেরও উদ্বোধন করবেন তিনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএমএইচ/টিআর

ওবায়দুল কাদের পদ্মা সেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর