Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিলি স্থলবন্দর দিয়ে পাথর আমদানি শুরু


৪ অক্টোবর ২০১৮ ১৫:১০

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

দিনাজপুর: ভারতীয় ব্যবসায়ীদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে টানা ১০ দিন বন্ধ থাকার পর দিনাজপুর হিলি স্থলবন্দর দিয়ে শুরু হয়েছে পাথর আমদানি কার্যক্রম। আগের মতো হিলি স্থলবন্দর দিয়ে আমদানিকৃত পাথর সরবরাহ করা হচ্ছে দেশের বিভিন্ন জায়গায়।

বৃহস্পতিবার (৪ অক্টোবর) সকাল থেকে আমদানি শুরু হয়।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বাংলা সারাবাংলাকে জানান, ভারতীয় ব্যবসায়ীদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে হিলি স্থলবন্দর দিয়ে গত ১০ দিন সব ধরনের পাথর আমদানি বন্ধ ছিল। ভারতীয় ব্যবসায়ীদের সেই দ্বন্দ্ব নিরসন হওয়ায় তারা পুনরায় পাথর রফতানি শুরু করেছে।

বৃহস্পতিবার সকাল থেকে বন্দর দিয়ে পুনরায় পাথর আসছে। দীর্ঘ ১০ দিন পরে বন্দর দিয়ে পাথর আমদানি শুরু হওয়ায় বন্দরের কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে। দেশের বিভিন্ন স্থানে চলমান নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডে এসব পাথর সরবরাহ শুরু হয়েছে।

সারাবাংলা/এমআইআর/এমএইচ

আমদানি পাথর রফতানি হিলি স্থলবন্দর

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

আরো

সম্পর্কিত খবর