Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জনগণের ভাগ্য পরিবর্তনই আ.লীগ সরকারের প্রধান লক্ষ্য


৪ অক্টোবর ২০১৮ ১৩:১৫

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

নারায়ণগঞ্জ : জনগণের ভাগ্য পরিবর্তনই আওয়ামীলীগ সরকারের প্রধান লক্ষ্য বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।

বৃহস্পতিবার (৪ অক্টোবর) সকালে রূপগঞ্জ উপজেলা পরিষদে চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা ২০১৮ উদ্বোধনকালে তিনি একথা বলেন। এবার রূপগঞ্জ উপজেলায় উন্নয়ন মেলায় অংশ নিয়েছে ৩৮টি সরকারি প্রতিষ্ঠান।

এর আগে বেলা পৌনে ১১টার দিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে একযোগে উন্নয়ন মেলার উদ্বোধন করেন।

গোলাম দস্তগীর গাজী বলেন, ‘আওয়ামী লীগ সরকার দেশের কতটুকু উন্নয়ন করেছে সেটা আজ দেশবাসী জানে। বাংলাদেশ হাঁটি হাঁটি পা পা করে আজ বিশ্ব পরিমন্ডলে নিজের জায়গা করে নিয়েছে। আমরা এখন নিজেদের টাকায় পদ্মা সেতু করছি। কিন্তু এই সেতু হওয়ার আগে কিছু নিন্দুকেরা এই সেতু নির্মাণ নিয়ে বিরোধিতা করেছিলো। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিন বলেছিলেন, কারও কাছে হাত পেতে নয় নিজস্ব অথার্য়নেই হবে পদ্মাসেতু। এখন সেই পদ্মাসেতু দৃশ্যমান।  কাজেই আওয়ামী লীগ সরকার দেশের ও দেশের মানুষের উন্নয়নের জন্য কাজ করে।’

স্বাধীনতার পর থেকে ২০০৮ সাল পর্যন্ত রূপগঞ্জে উন্নয়নের তেমন কোনো ছোঁয়া লাগেনি উল্লেখ করে এই মুক্তিযোদ্ধা বলেন, ‘কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে আমার এলাকায় উন্নয়নের ছোঁয়া লেগেছে। রাস্তাঘাট, মেরামত, স্কুল ও কলেজের ভবন নির্মাণ ও সরকারিকরণ করা হয়েছে। ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি ও গ্যাসের সমস্যার সমাধান করেছি। ফলে রূপগঞ্জে এখন উন্নয়ন হয়েছে ও জীবনযাত্রার পরিবর্তন হয়েছে।’

বিজ্ঞাপন

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান, তারাব পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অফিসার আসাদুজ্জামান, মোড়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ, রূপগঞ্জ যুব মহিলা লীগের সভাপতি ফেরদৌসী আক্তার, সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রীতা, রূপগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহেদা আখতার, প্রাণি সম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর রতনসহ অন্যরা।

সারাবাংলা/এসজে/এসএমএন

আওয়ামী লীগ গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর