Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই মাস পর বরিশাল সিটির ফল ঘোষণা, মেয়র সাদিক আব্দুল্লাহ


৪ অক্টোবর ২০১৮ ০০:০১ | আপডেট: ৪ অক্টোবর ২০১৮ ০০:০৩

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

বরিশাল: নির্বাচনের দুই মাস পর মেয়র পেল বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)। বেসরকারিভাবে এই সিটিতে মেয়র ঘোষণা করা হয়েছে আওয়ামী লীগের সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে। পাশাপাশি ২৪টি সাধারণ ও সাতটি সংরক্ষিত কাউন্সিলরকেও বিজয়ী ঘোষণা করা হয়েছে।

বুধবার (৩ অক্টোবর) বিকেলে বরিশাল নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল সংলগ্ন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বরিশাল সিটির রিটার্নিং অফিসার মুজিবুর রহমান এই ফল ঘোষণা করেন। এর আগে, গত ৩০ জুলাই রাজশাহী ও সিলেটের সঙ্গে এই সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

রিটার্নিং কর্মকর্তার ঘোষিত ফল অনুযায়ী, বরিশাল সিটির ১২৩টি কেন্দ্রের মধ্যে ১১৪টি কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী সাদিক আব্দুল্লাহ পেয়েছেন এক লাখ ১১ হাজার ৯৫৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মজিবর রহমান সরোয়ার পেয়েছেন ১৩ হাজার ৭৭৬ ভোট।

সংবাদ সম্মেলনে রিটার্নিং অফিসার মুজিবুর রহমান বলেন, নির্বাচনে ভোটগ্রহণ নিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠায় ৯টি কেন্দ্রে কেবল কাউন্সিলর পদে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হলো— ৪, ৫৮, ৬৭, ৬৮, ৮২, ৮৩, ৮৭, ৯৪ এবং ৯৯ নম্বর কেন্দ্র। এসব কেন্দ্রে কবে ভোট নেওয়া হবে, তা এখনও সুনির্দিষ্ট করা হয়নি। তবে আগামী ১৩ অক্টোবর এসব কেন্দ্রে ভোটগ্রহণের সম্ভাব্য তারিখের কথা বলা হয়েছে। ওই ৯টি কেন্দ্রের ভোটের ফলে বিজয়ী হবে আরও ছয় জন সাধারণ ও তিন জন সংরক্ষিত কাউন্সিলর।

রিটার্নিং অফিসার জানান, বিসিসি নির্বাচনে ভোটগ্রহণ অভিযোগের পর এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করে নির্বাচন কমিশন। তদন্ত শেষে কয়েকটি ৯টি ভোটকেন্দ্রে নির্বাচনের দুই মাস ৩ দিনের মাথায় এ ফলাফল ঘোষণা করা হলো।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিআর

বরিশাল সিটি করপোরেশন বরিশাল সিটি নির্বাচন