Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রসায়নে নোবেল পেলেন মার্কিন ও ব্রিটিশ তিন বিজ্ঞানী


৩ অক্টোবর ২০১৮ ১৫:৫৫ | আপডেট: ৩ অক্টোবর ২০১৮ ১৬:৫২

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

রসায়নশাস্ত্রে অবদানের জন্য এবছর নোবেল পুরস্কার পেয়েছেন আমেরিকার বিজ্ঞানী ফ্রান্সেস এইচ আরনল্ড, জর্জ পি স্মিথ এবং যুক্তরাজ্যের বিজ্ঞানী স্যার গ্রেগরি পি উইন্টার।

বুধবার (৩ অক্টোবর) রয়েল সুইডিশ একাডেমি নোবেলজয়ী এই তিন রসায়নবিদের নাম ঘোষণা করে।

নোবেল কমিটির মতে, ফ্রান্সেস এইচ আরনল্ড বায়োফুয়েল ও ফার্মাসিটিক্যালস পণ্যে ব্যবহৃত এনজাইম সংক্রান্ত গবেষণার জন্য পুরস্কার পেয়েছেন। ব্যাকটেরিয়া সংক্রান্ত গবেষণার জন্য পুরস্কার দেওয়া হয়েছে জর্জ পি স্মিথকে। এছাড়া,  স্যার গ্রেগরি পি উইন্টার পুরস্কার জিতেছেন, ওষুধ উৎপাদনে ‘ফেজ ডিসপ্লে’ পদ্ধতি ব্যবহারের কারণে।

রয়্যাল সুইডিশ একাডেমি জানিয়েছে, পুরস্কার হিসেবে তিন বিজয়ী পাবেন ৯০ লাখ সুইডিশ ক্রোনা। এর অর্ধেক পাবেন ফ্রান্সেস এইচ আরনল্ড; বাকি অর্ধেক জর্জ পি স্মিথ ও গ্রেগরি পি উইন্টার ভাগ করে নেবেন।

ক্রাইয়ো-ইলেকট্রন মাইক্রোস্কোপির বিষয়ে গবেষণার জন্য ২০১৭ সালে রসায়নে নোবেল জিতেছিলেন, সুইজারল্যান্ডের জাক দুবোচে, জার্মান বংশোদ্ভূত ইওয়াখিম ফ্রাংক ও স্কটিশ বংশোদ্ভূত রিচার্ড হেন্ডারসন৷

এরআগে, ক্যানসার চিকিৎসায় নতুন পদ্ধতি ব্যবহার করায় সোমবার (১ অক্টোবর) চিকিৎসাশাস্ত্রে  ২০১৮ সালের নোবেল পুরস্কার বিজয়ী হিসেবে মার্কিন গবেষক জেমস পি অ্যালিসন এবং জাপানের তাসুকু হোনজোর নাম ঘোষণা করা হয়।

লেজার বিষয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য মঙ্গলবার (২ অক্টোবর) পদার্থবিদ্যায় নোবেল বিজয়ী হিসেবে ঘোষণা করা হয় যুক্তরাষ্ট্রের আর্থার আসকিন, ফ্রান্সের জেরার্ড মুউরো ও কানাডার ডোনা স্ট্রিকল্যান্ডের নাম।

বিজ্ঞাপন

শুক্রবার (৫ অক্টোবর) শান্তিতে এবং সোমবার (৮ অক্টোবর) অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে। তবে যৌন কেলেঙ্কারি সংক্রান্ত কারণে এবছরের সাহিত্যে নোবেল পুরস্কার স্থগিত করেছে রয়েল সুইডিশ একাডেমি। সুইডিশ একাডেমির পক্ষ থেকে বলা হয়েছে, আগামী বছর ২০১৮ ও ২০১৯ সালের দুটি পুরস্কার একবারে দেওয়া হবে।

আরও পড়ুন: চিকিৎসায় নোবেল পেলেন দুই ক্যানসার গবেষক

আরও পড়ুন: পদার্থে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

সারাবাংলা/এনএইচ

নোবেল পুরস্কার নোবেল পুরস্কার ২০১৮

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর