সিরাজগঞ্জে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
৩ অক্টোবর ২০১৮ ০৯:২৮ | আপডেট: ৩ অক্টোবর ২০১৮ ২০:৪৪
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ পৌর এলাকার ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি গোলাম মোস্তফাকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (৩ অক্টোবর) সকাল ৭টার দিকে শহরের রানিগ্রাম বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ এ তথ্য নিশ্চিত করেছেন। মোহাম্মদ দাউদ সারাবাংলােকে বলেন, বুধবার সকালে রানিগ্রাম বাজারে একটি দোকানের সামনে বসেছিলেন গোলাম মোস্তফা। এ সময় কয়েকজন যুবক এসে পেছন থেকে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা গোলাম মোস্তফাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, তাৎক্ষণিকভাবে এ হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।
তবে স্থানীয়রা জানান, পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। গোলাম মোস্তফা রানিগ্রাম মধ্যপাড়া মহল্লার মৃত হাতেম আলীর ছেলে।
সারাবাংলা/এমএইচ/জেডএফ