Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদার্থে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী


২ অক্টোবর ২০১৮ ১৬:০২ | আপডেট: ২ অক্টোবর ২০১৮ ২২:১২

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

এ বছর পদার্থবিদ্যায় নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের আর্থার আসকিন, ফ্রান্সের জেরার্ড মুউরো ও কানাডার ডোনা স্ট্রিকল্যান্ড। লেজার বিষয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য তারা এই পুরস্কার পেলেন। এর মধ্যে ডোনা ইতিহাসে তৃতীয় নারী হিসেবে পেয়েছেন পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার।

মঙ্গলবার (২ অক্টোবর) রয়েল সুইডিশ একাডেমি পদার্থবিজ্ঞানে এ বছরের নোবেলজয়ী তিন বিজ্ঞানীর নাম ঘোষণা করে।

নোবেল কমিটির মতে, আর্থার আসকিন জৈবিক পদ্ধতি গবেষণায় ব্যবহৃত অপটিক্যাল টুইজার্স হিসেবে একটি লেজার কৌশল উন্নত করেছেন। এছাড়া, মুউরো ও ডোনা উচ্চ তীব্রতা সৃষ্টি এবং খুব দ্রুত লেজার পালসের প্রক্রিয়া উন্নতি করতে কাজ করেছেন।

রয়্যাল সুইডিশ একাডেমি জানিয়েছে, পুরস্কার হিসেবে তিন বিজয়ী পাবেন ৯০ লাখ সুইডিশ ক্রোনা। এর অর্ধেক পাবেন আমেরিকান বিজ্ঞানী আর্থার আসকিন; বাকি অর্ধেক ফ্রান্সের জেরার্ড মুউরো ও কানাডার ডোনা স্ট্রিকল্যান্ড ভাগ করে নেবেন।

এর আগে, ক্যানসার চিকিৎসায় নতুন পদ্ধতি ব্যবহার করায় সোমবার (১ অক্টোবর) চিকিৎসা শাস্ত্রে ২০১৮ সালের নোবেল পুরস্কার বিজয়ী হিসেবে মার্কিন গবেষক জেমস পি অ্যালিসন এবং জাপানের তাসুকু হোনজোর নাম ঘোষণা করা হয়।

আগামীকাল বুধবার (৩ অক্টোবর) রসায়নে, শুক্রবার (৫ অক্টোবর) শান্তিতে এবং সোমবার (৮ অক্টোবর) অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে। তবে এবছরের সাহিত্যে নোবেল পুরস্কার স্থগিত করেছে রয়েল সুইডিশ একাডেমি।

আরও পড়ুন: চিকিৎসায় নোবেল পেলেন দুই ক্যানসার গবেষক

উল্লেখ্য , ২০১৭ সালে মহাকর্ষীয় তরঙ্গের সুনির্দিষ্ট পর্যবেক্ষণে অবদানের জন্য পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার জিতেছিলেন তিন মার্কিন বিজ্ঞানী রেইনার ওয়েইস, ব্যারি সি ব্যারিশ ও কিপ এস থর্ন ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএইচ

নোবেল পুরস্কার ২০১৮ পদার্থবিজ্ঞানে নোবেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর