Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লায় নাশকতার মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন


২ অক্টোবর ২০১৮ ১৪:০৮

আদালতে খালেদা জিয়া

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ডভ্যান পোড়ানোর মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে।

মঙ্গলবার (২ অক্টোবর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করেন খালেদার জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল।

তিনি জামিন আবেদনের বিষয়টি নিশ্চিত করে বলেন, এর আগে এ মামলায় হাইকোর্ট দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেন। পরে গত ১৩ সেপ্টেম্বর খালেদা জিয়ার জামিন আবেদন নামঞ্জুর করে আদেশ দেন কুমিল্লা জেলা ও দায়রা জজ কে এম সামছুল আলম। এ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন আইনজীবীরা। আবেদনটি বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি এসএম মুজিবর রহমানের হাইকোর্ট বেঞ্চ শুনানি হবে বলে ব্যারিস্টার কায়সার কামাল জানান।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ২৫ জানুয়ারি সকালে চৌদ্দগ্রাম পৌরসভার হায়দারপুল এলাকায় পণ্যবাহী একটি কাভার্ডভ্যানে আগুন দেয় হরতালের সমর্থকরা। এ ঘটনায় জড়িত সন্দেহে ওই দিন দুপুরে ওমর ফারুক মিয়াজী নামের এক শিবিরকর্মীকে গ্রেফতার করে পুলিশ। তার স্বীকারোক্তি অনুযায়ী খালেদা জিয়াসহ ৩২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনের বিরুদ্ধে মামলা হয়। মামলায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়। তিনি ওই মামলার ৩২ নম্বর আসামি।

সারাবাংলা/এজেডকে/এমএইচ

আবেদন কারাগারে আদালত খালেদা জিয়া জামিন মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর