Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে অচেতন কলেজ ছাত্রকে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু


২ অক্টোবর ২০১৮ ০৯:০৮ | আপডেট: ২ অক্টোবর ২০১৮ ০৯:১৫

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রাজধানীর মিরপুর চিড়িয়াখানা রোড বিসিআইসি কলেজের সামনে অচেতন অবস্থায় রাকিবুল ইসলাম রকি (২৬) নামের এক কলেজ ছাত্রকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।

সোমবার (১ অক্টোবর) রাত ১১টার দিকে তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

রকির গ্রামের বাড়ি ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায়। তার বাবার নাম ওসমান আলী।

রকির রুমমেট সৈকত আহমেদ জানায়, রকি তেজগাঁও কলেজের হিসাববিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র ছিল। ফার্মগেট এলাকার পশ্চিম রাজাবাজারে থাকতো। রাতে তাদের কাছে সংবাদ আসে রকি চিড়িয়াখানা রোডে অচেতন অবস্থায় পড়ে আছে।

সেখান থেকে তাকে উদ্ধার করে হাপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয়দের কাছ থেকে জানতে পারেন রকি বমি করতে করতে অচেতন হয়ে পড়ে।

হাসপাতালের জরুরি বিভাগেরর চিকিৎসব ডা. ইফফাত আরা জানায়, রকিকে হাসপাতালে নিয়ে আসা তার বন্ধুরা জানিয়েছে, রকি কিছু খেয়েছ অথবা কিছু খাওয়ানো হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য ময়না তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এবং শাহআলী থানায় বিষয়টি অবহিত করা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এমঅাই

কলেজ ছাত্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর