Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নভোএয়ারে কিস্তিতে কক্সবাজার-কলকাতা


১ অক্টোবর ২০১৮ ২০:৩৬

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: সর্বনিম্ন এক হাজার ৭৭৭ টাকায় কক্সবাজার ও সর্বনিম্ন দুই হাজার ৯৯৯ টাকায় কলকাতায় মাসিক কিস্তিতে ভ্রমণের সুযোগ দিচ্ছে নভোএয়ার।

আজ সোমবার (১ অক্টোবর) নভোএয়ার থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। নভোএয়ার জানায়, মাসিক কিস্তিতে এ টাকা পরিশোধের মাধ্যমে দুই রাত তিন দিনের এ প্যাকেজ দিচ্ছে তারা। এ প্যাকেজের মধ্যে রয়েছে হোটেল ভাড়া, বিমানবন্দর থেকে হোটেলে যাওয়া-আসার জন্য গাড়ি সুবিধা, সকালের নাস্তাসহ অন্যান্য সুবিধা।

নভোএয়ারের এই সুবিধা দিতে দেশের ১৮টি বেসরকারি ব্যাংক এবং কক্সবাজারের ৮টি ও কলকাতার ৩টি পাঁচ তারকা মানের হোটেলের সাথে চুক্তি করেছে প্রতিষ্ঠানটি।

চুক্তি অনুযায়ী, ব্যাংকগুলোর গ্রাহকরা বিনাসুদে ৬ মাসের সহজ কিস্তিতে পরিশোধের মাধ্যমে নভোএয়ার এর এই প্যাকেজ গ্রহণ করতে পারবেন।

এই প্যাকেজের মাধ্যমে নিসর্গ হোটেল অ্যান্ড রির্সোট, উইন্ডি ট্যারেস হোটেল, প্রাসাদ প্যারাডাইজ হোটেল অ্যান্ড রিসোর্ট, সিগাল হোটেল, হোটেল দি কক্স টুডে, লং বিচ হোটেল, সায়মন বিচ রিসোর্ট এবং রয়েল টিউলিপে থাকার সুবিধা রয়েছে।

এ ছাড়া কলকাতায় দি ওবেরয় গ্র্যান্ড, দি পিয়ারলেস ইন এবং হোটেল হিন্দুস্থান ইন্টারন্যাশনালে থাকার সুযোগ রয়েছে।

নভোএয়ার বর্তমানে কক্সবাজারে প্রতিদিন ৪টি ও কলকাতায় ১টি করে ফ্লাইট পরিচালনা করছে। আগামী শীতে এসব রুটে ফ্লাইট বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে নভোএয়ার কর্তৃপক্ষ।

সারাবাংলা/জেএ/এমআই

নভোএয়ার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর