Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের অগ্রগতির প্রশংসায় ভারতের অর্থমন্ত্রী


১ অক্টোবর ২০১৮ ১৯:৫৭

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: ৭ দশমিক ৮ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন, বাংলাদেশের মানুষের গড় আয়ু ৭২ বছরে উন্নীত হওয়াসহ দেশের সাম্প্রতিক আর্থসামাজিক অগ্রগতির ভূয়সী প্রসংশা করেছেন ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি। ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে যৌথ কর্মকাণ্ডেও সন্তোষ জানিয়েছেন তিনি।

সোমবার (১ অক্টোবর) নয়াদিল্লিতে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা জানান। গত ২৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া চার দিনব্যাপী মহাত্মা গান্ধী আন্তর্জাতিক স্যানিটেশন কনভেনশনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে ভারত সফর করছেন পরিকল্পনামন্ত্রী।

বৈঠকে অরুন জেটলি বলেন, বাংলাদেশ সরকার বর্তমানে সুদূরপ্রসারী পরিকল্পনার মাধ্যমে এগিয়ে যাচ্ছে, যা অত্যন্ত প্রশংসনীয়। এসময় তিনি বাংলাদেশ-ভারতের মধ্যেকার সাম্প্রতিক যোগাযোগ ব্যবস্থা, বিশেষ করে রেল ও সড়ক যোগাযোগ উন্নয়নের বিষয়টি তুলে ধরেন।

ক্রিকেটে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করে ভারতের অর্থমন্ত্রী বলেন, একটি দেশের ক্রীড়াঙ্গন তখনই উন্নত হতে থাকে, যখন সেই দেশ উন্নয়নের দিকে ধাবিত হতে থাকে। বাংলাদেশকে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে অবশ্যই যোগাযোগ ব্যবস্থা ও প্রাতিষ্ঠানিক উন্নয়নের দিকে আরও বেশি জোর দিতে হবে।

পরিকল্পনামন্ত্রী এ সময় বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ভারতের সঙ্গে বহুবিধ সম্পর্ক গড়ে তুলতে বিশ্বাস, পারস্পরিক স্বার্থ ও সম্মানের ভিত্তিতে সম্পর্কের নীতি গ্রহণ করেছে।

ভারত ও বাংলাদেশের অর্থনীতি ওতপ্রোতভাবে জড়িত উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী আরও বলেন, তৃতীয় লাইন অব ক্রেডিটের আওতায় ৪৫০ কোটি ডলারের ঋণে ভারতের সঙ্গে বিদ্যুৎ, রেলপথ, সড়ক, জাহাজ চলাচল, বন্দরসহ অবকাঠামো খাতে ১৭টি অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ। প্রথম দুই লাইন অব ক্রেডিটের অধীন প্রকল্পগুলোর বিষয় উল্লেখ করে প্রকল্পগুলো অনুমোদনের জন্য অরুন জেটলিকে ধন্যবাদ জানান তিনি।

বিজ্ঞাপন

ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে রেল ও সড়কের মাধ্যমে অত্যন্ত সুন্দর ও সুদৃঢ়ভাবে যোগাযোগ স্থাপিত। এই ব্যবস্থার সুফল মিলবে তখনই যখন দুই দেশের মানুষই আর্থিকভাবে লাভবান হবে। বাংলাদেশের সীমানাও ভারতের মাধ্যমে সুরক্ষিত এবং যেখানে কোনো ঝুঁকি নেই।

সারাবাংলা/জেজে/টিআর

আ হ ম মুস্তফা কামাল পরিকল্পনামন্ত্রী পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর