Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চারদিকে আওয়ামী লীগের গণজোয়ার বইছে : গোলাম দস্তগীর গাজী


১ অক্টোবর ২০১৮ ১৯:০৯

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

নারায়ণগঞ্জ : জনবিচ্ছিন্নদের নিয়ে ঐক্যজোট গঠন করে বিএনপি একাদশ জাতীয় সংসদ নিবার্চনে জয়ী হতে পারবে না বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।

সোমবার (১ অক্টোবর) রূপগঞ্জে গণসংযোগ করার সময় এই মন্তব্য করেন তিনি।

বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত রূপগঞ্জের শিমুলিয়া, দাউদপুর, বটতলা, খৈসাইর মোড়, কলিঙ্গাবাজার, দেবই, বেলদি ও রুহিলা এলাকায় গণসংযোগ করেন এই মুক্তিযোদ্ধা।

গোলাম দস্তগীর গাজী বলেন, ‘বিএনপি জনবিচ্ছিন্নদের নিয়ে ঐক্যজোট গঠন করেছে। আর এই ঐক্যজোট গঠন করে তারা একাদশ নিবার্চনে জয়ী হতে পারবে না। কারণ তাদের সাথে কোনো জনগণ নেই। আওয়ামী লীগ সরকার দেশের জন্য কাজ করে। দেশের উন্নয়নের জন্য দিনরাত কাজ করে যাচ্ছে। ফলে একাদশ নিবার্চনেও দেশের মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করবে।’

রূপগঞ্জের বেশিরভাগ স্থানে কাঁচা রাস্তা ছিল উল্লেখ করে গোলাম দস্তগীর গাজী বলেন, ‘আমরা পাকা করেছি। এছাড়া যেসকল রাস্তার কাজ বাকী আছে সেগুলোও দ্রুততম সময়ের ভেতরে কাজ শুরু হবে। সব জায়গায় গ্যাস ছিলো না আমরা গ্যাস দিয়েছি। বিদ্যুৎ ছিলো না আমরা ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি। এজন্য মানুষ এখন আওয়ামী লীগকে ভালোবাসে। এক কথায় চারদিকে আওয়ামী লীগের গণজোয়ার বইতে শুরু করেছে। যার ফলাফল মানুষ ভোটের মাধ্যমে আবারও দেখিয়ে দেবে।’

গণসংযোগে আরও উপস্থিত ছিলেন,  রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন মোল্লা, সহসভাপতি ইঞ্জিনিয়ার শেখ সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক মানজারুল ইসলাম টুটুল, যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ স্বপন, জেলা পরিষদের সদস্য শীলা রাণী পাল, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, রূপগঞ্জ উপজেলা যুবমহিলা লীগের সভাপতি ফেরদৌসী আক্তার , সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রীতাসহ প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসজে/এসএমএন

গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক রূপগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর