Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা কলেজে সাংবাদিকতায় প্রশিক্ষণ কর্মশালা


৩০ সেপ্টেম্বর ২০১৮ ২২:১৮

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: ঢাকা কলেজে দিনব্যাপী সাংবাদিকতায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা কলেজ সাংবাদিক সমিতির আয়োজনে এ কর্মশালায় কলেজের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

রোববার (৩০ সেপ্টেম্বর) ঢাকা কলেজের ১০ নম্বর গ্যালারিতে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সারাবাংলা ডটনেট ও জিটিভি ছিল এই প্রশিক্ষণ কর্মসূচির মিডিয়া পার্টনার।

এতে সভাপতিত্ব করেন ঢাকা কলেজ সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা ও ঢাকা কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন মোল্লা।

সমিতির সভাপতি তবিবুর রহমানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সকাল ১০টায় কর্মশালা শুরু হয়। কর্মশালা চলে বিকেল ৫টা পর্যন্ত।

সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হাসিব বিল্লাহর সঞ্চালনায় এতে দেশি-বিদেশি গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা সাংবাদিকতার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেন। সার্বিক সহযোগিতায় ছিলেন অ্যাডভান্স হসপিটাল।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সরদার ফরিদ আহমদ, মাছরাঙা টিভির ন্যাশনাল ডেস্ক ইনচার্জ সজীব সাদিক, সময় টিভির জ্যেষ্ঠ প্রতিবেদক এহসান জুয়েল, বিবিসির এশিয়া টিমের সদস্য ফিল্যান্সার অ্যান্ড ফাইন্ডার রিপোর্টার এএসএম সুজা উদ্দিন,  দ্য ডেইলি স্টারের সাব-এডিটর সুমাইয়া জামান।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঢাকা কলেজের উপাধ্যক্ষ নেহাল আহমেদ, ঢাকা কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শামীম আরা। প্রশিক্ষণ শেষে এক কুইজ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সবশেষে প্রশিক্ষণার্থীদের হাতে কর্মশালার সনদ তুলে দেওয়া হয়।

বিজ্ঞাপন

এ সময় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির সিনিয়র সহ-সভাপতি শাহ আলম, কেফায়েত শাকিল, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুস সাকিব, ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, প্রচার সম্পাদক আবদুর রহিম,দপ্তর সম্পাদক শাহাদাৎ সাদমান, অর্থ সম্পাদক এ জেড ভূঁইয়া আনাস, প্রকাশনা সম্পাদক আব্দুল হাকিম, বিল্লাল হোসেন, রুবেল প্রমুখ।

সারাবাংলা/ইউজে/একে

ঢাকা কলেজ সাংবাদিক কর্মশালা