শিক্ষকদের আমরণ অনশন,অসুস্থ ৪২
৩ জানুয়ারি ২০১৮ ১০:০৩ | আপডেট: ১৭ মার্চ ২০১৮ ১৮:৩৪
সিনিয়র করেসপন্ডেন্ট
ননএমপিও শিক্ষকদের আমরণ অনশনের ৪র্থ দিন আজ। টানা নয়দিনের এই অবস্থান কর্মসূচীতে এ পর্যন্ত ৪২ জন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন জানিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা।
অসুস্থদের ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে হচ্ছে। তবে অনেকেই চিকিৎসা নিয়ে আবারো ফিরে এসে আন্দোলনে যোগ দিচ্ছেন।
ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহমুদুন নবী ডলার জানান,‘ কাল রাতে অসুস্থ হয়ে পড়ি আমি নিজেও। তবে ঢাকা মেডিকেল থেকে চিকিৎসা নিয়ে আবার অবস্থান কর্মসূচীতে ফিরে এসেছি। মৃত্যুর আগ পর্যন্ত দাবী আদায়ের জন্য লড়ে যাব।’
গতকাল শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষকদের অনশন ভাঙ্গতে প্রেসক্লাবে গিয়ে শিক্ষকদে আশ্বাস দেন, নন এমপিওভুক্ত শিক্ষকদের এমপিওভুক্ত করা হবে। কিন্তু এ আশ্বাস প্রত্যাখান করে নীতিমালা না হওয়া পর্যন্ত আন্দোলন না থামানোর ঘোষণা দেন শিক্ষকরা।
স্বীকৃতিপ্রাপ্ত ননএমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এমপিও ভুক্তির দাবিতে প্রেস ক্লাবের সামনে এ অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা। গতকাল শিক্ষামন্ত্রীর দেওয়া আশ্বাস প্রত্যাখান করে তারা অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির আয়োজনে এ কর্মসূচি পালন করা হচ্ছে।
অনশনরত শিক্ষকরা জানান, স্কুল-কলেজ ও মাদ্রাসাকে সরকার স্বীকৃতি দিয়েছে, কিন্তু এমপিও ভুক্ত করেনি। এতে এসব শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক ও কর্মচারীরা বেতন-ভাতা পাচ্ছেন না। নামে মাত্র সম্মানী নিয়ে তাদের সন্তুষ্ট থাকতে হচ্ছে। ফলে তথ্যপ্রযুক্তির এই যুগেও এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন, যা অত্যন্ত দুঃখজনক।
গত ২৬ ডিসেম্বর থেকে তারা এ কর্মসূচি পালন করছেন।
সারাবাংলা/এমএমএইচ/জেডএফ