বান্দরবানে বজ্রপাতে দুইজনের মৃত্য
৩০ সেপ্টেম্বর ২০১৮ ১৭:৩৬ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৮ ১৭:৪১
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
বান্দরবান: বান্দরবানের আলীকদমে বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও একজন।
রোববার (৩০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলার নয়াপাড়ার তুলাতলীতে এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন, তুলাতলী গ্রামের ইলিয়াছের ছেলে রবিউল হাসান (২০) ও আবদুল লতিফের ছেলে আলী জোহা (২৭)। এসময় আবদুর রহমানের ছেলে নুর মোহাম্মদ আহত হয়েছেন। তাকে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে রবিউল হাসান ও আলী জোহা খামার বাড়িতে কাজ করছিলেন। হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলে তারা দুজন মারা যান। এ সময় নূর মোহাম্মদ নামে একজনকে আহত অবস্থায় আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিক উল্লাহ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
সারাবাংলা/এমএইচ