‘ক্ষমতায় গেলে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করবে বিএনপি’
৩০ সেপ্টেম্বর ২০১৮ ১৭:০৯ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৮ ২০:২৫
।। স্পেশাল করেসপন্ডেন্ট।।
ঢাকা: ডিজিটাল নিরাপত্তা আইনকে সংবিধানবিরোধী আখ্যা দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে ৭ দিনের মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করবে।’
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে রোববার (৩০ সেপ্টেম্বর) বিএনপি আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।
মওদুদ বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইন জঘন্যতম কালো আইন। এই আইনের ৮, ২১, ২৫, ২৮, ২৯, ৩১, ৩২ এবং ৪৩— সবগুলো ধারা সংবিধান পরিপন্থি।’
গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘সময় এসছে আপনাদের জেগে ওঠার। দলমত নির্বিশেষে আপনারা এটা প্রতিহত করার চেষ্টা করুন এবং সরকারকে বাধ্য করুন এই আইন বাতিল করার জন্য।’
‘সরকারের দুর্নীতি এবং অপকর্মের কোনো নথিভিত্তিক খবর যদি আপনারা প্রকাশ করেন, তাহলে এই আইনের ৩২ ধারায় আপনাদেরকে ১৪ বছরের জেল এবং ২৫ লাখ টাকা জরিমানা করা হবে। ৪৩ ধারা আরো ভয়ংকর। এই ধারায় পুলিশকে সীমাহীন ক্ষমতা দেওয়া হয়েছে। যেটা রক্ষীবাহিনীকেও দেওয়া হয়নি। এই পুলিশ যে কোনো অফিসে, যে কোনো বাড়িতে প্রবেশ করতে পারবে। বিনা ওয়ারেন্টে, বিনা হুকুমে, বিনা আদেশে আপনাদের কম্পিউটার, আপনাদের যন্ত্রপাতি জব্দ করে নিয়ে যাবে। কোনো জব্দ তালিকা আপনাদের দেবে না’— বলেন মওদুদ।
তিনি বলেন, ‘নির্বাচনের আগে এই আইন করেছে, যাতে করে সংবাদপত্রগুলো এই সরকারের অপকর্ম ছাপাতে না পারে। কিন্তু এভাবে জনগণের মুখ বন্ধ রাখা যাবে না। আমি বিশ্বাস করি গণমাধ্যম এই সরকারের অপকর্ম ছাপাতে দ্বিধাবোধ করবে না।’
‘যদি আপনারা বাতিল করাতে না পারেন, আমরা ক্ষমতায় গেলে এই ডিজিটাল নিরাপত্তা আইন ৭ দিনের মধ্যে বাতিল করে দেব। কারণ, আমরা সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করি’— বলেন মওদুদ আহমদ।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন, ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ড. মঈন খান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, গয়েশ্বরচন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, শামসুজ্জামান দুদু, জয়নাল আবেদীন, শওকত মাহমুদ, বরকুত উল্লাহ বুলু, মো. শাহজাহান, ডা. এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, আবুল খায়ের ভূঁইয়া, জয়নুল আবদিন ফারুক, ফজলুর রহমান, হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, মুজিবুর রহমান সারোয়ার, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, আসাদুল হাবিব দুল, রুহুল কুদ্দুস তালুকদার দুুলু, এমরান সালেহ প্রিন্স, শামা ওবায়েদ, বিলকিস জাহান শিরিন প্রমুখ।