Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জবিতে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ


৩০ সেপ্টেম্বর ২০১৮ ১৫:৪২

।। জবি করেসপন্ডেন্ট ।।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের(জবি) মনোবিজ্ঞান বিভাগের উদ্যোগে স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। রোববার(৩০ সেপ্টেম্বর) ‘শিশুদের মানসিক বিকাশে অভিভাবকের ভূমিকা’ শীর্ষক আয়োজিত সেমিনারে পোগজ ল্যাবরেটরি স্কুলের কোমলমতি শিশু-শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

বিজ্ঞাপন

এসময় উপাচার্য বলেন, প্রত্যেকটি শিশু জন্মগত-ভাবে কিছু অভ্যাস নিয়ে আসে। যেমন, তাদের নেওয়ার অভ্যাস। শিশুরা সবসময় নিতে পছন্দ করে, যেমন, তাদের আদর দাও, খেলনা দাও, খেতে দাও ইত্যাদি। কিন্তু আমাদের যেটা করতে হবে, শিশুদেরকে দেওয়ার অভ্যাস করাতে হবে। কারও সাথে কিছু শেয়ার করে খাওয়া, নিজের খেলনা দিয়ে অন্যের সাথে শেয়ার করে খেলা, বড়দের সাথে ভালো আচরণ করা।

তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আমরা সবসময় বাচ্চাদের বিভিন্ন রকম চাপ প্রয়োগ করি। মার্কস কম কেন? ভালো পড়ো না কেন? কিন্তু বাচ্চাদের ভেতরের সুপ্ত প্রতিভা জাগ্রত করার বিষয়ে আমাদের নজর নেই। আমরা পরে থাকি এ প্লাস কবে পাবে। শুধু পড়াশুনা নয়, বরং কোন বাচ্চার গান ভালো লাগে, কেউ নাচতে ভালোবাসে, কেউ খেলতে ভালোবাসে। অভিভাবকদের উচিত বাচ্চাদের এসব দিকে নজর দেওয়া।

মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. অশোক কুমার সাহা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাইফ এ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন, জবি প্রক্টর অধ্যাপক ড. নুর মোহাম্মদ, সহযোগী অধ্যাপক ফারজানা আহমেদ, সহকারী অধ্যাপক কিশোর রায়, পোগজ ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে শিশুদের মাঝে খাতা, কলম, পেনসিলসহ নানান শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

সারাবাংলা/জেআর/এনএইচ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষা সচেতনতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর