Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝিনাইদহে অস্ত্র ও গুলিসহ ‘ডাকাত’ গ্রেফতার


৩০ সেপ্টেম্বর ২০১৮ ১৫:২৩

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

ঝিনাইদহ : ঝিনাইদহে অস্ত্র ও গুলিসহ বোরাক লস্কর নামে একজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতার ব্যক্তি পেশাদার ডাক্ত বলে দাবি পুলিশের।

রোববার (৩০ সেপ্টেম্বর) ভোররাতে কালীগঞ্জ উপজেলার কালা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, ভোররাতে কালা বাজার এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালান তারা। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও বোরাক লষ্করকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ওই এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি এবং পাইপগান তৈরির দুটি পাইপ উদ্ধার করা হয়।

আটক বোরাক লস্করের বিরুদ্ধে কালীগঞ্জ, মাগুরার শালিখা থানাসহ বিভিন্ন থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।

সারাবাংলা/এসএমএন

 

অস্ত্র উদ্ধার ঝিনাইদহ

বিজ্ঞাপন

বিয়ে করেছেন তমালিকা
২২ জানুয়ারি ২০২৫ ১৭:০৬

নির্যাতন ও নারীর লড়াই
২২ জানুয়ারি ২০২৫ ১৭:০১

আরো

সম্পর্কিত খবর