Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরগুনায় ময়লার ভাগাড়ে বোমা বিস্ফোরণ, অবিস্ফোরিত বোমা উদ্ধার


৩০ সেপ্টেম্বর ২০১৮ ১২:৩২

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

বরগুনা : বরগুনার সদরের সোনাখালী এলাকার ময়লার ভাগাড়ে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরে সেখান থেকে দুটি অবিস্ফোরিত বোমা ও লাঠি উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাত সাড়ে এগারটার দিকে সোনাখালির ময়লাখোলা এলাকা থেকে পরপর দুটি বিকট বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশকে খবর দেন তারা।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান জানান, শহরের উপকণ্ঠে ময়লাখোলায় পরপর দুইটি বিকট শব্দের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। এসময় সেখান থেকে দুটি অবিস্ফোরিত বোমা ও কয়েকটি লাঠি উদ্ধার করা হয়। সরকারবিরোধীরা নাশকতার উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে বলে মনে করেন ওসি।

এই ঘটনার পর আশপাশের পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে এবং বিশেষ অভিযান শুরু হয়েছে বলেও জানান ওসি।

সারাবাংলা/এসএমএন

বরগুনার ময়লাখোলা বোমা বিস্ফোরণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর