Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেকনাফ ও মহেশখালীতে ‘বন্দুকযুদ্ধে’ দুই ইয়াবা ব্যবসায়ী নিহত


৩০ সেপ্টেম্বর ২০১৮ ১০:৩৮ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৮ ১১:১৭

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

কক্সবাজারের টেকনাফ ও মহেশখালীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহতরা হলেন, ইমরান হোসেন প্রকাশ ও মাহমুদুল করিম।

রোববার (৩০ সেপ্টেম্বর) সকাল পৌনে ৬ টার দিকে এ ঘটনা ঘটে। অভিযানে ৫ পুলিশ সদস্য আহত হন। এছাড়া, ঘটনাস্থল থেকে ৬টি অস্ত্র, ১০ রাউন্ড গুলি ও ১৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ ।

পুলিশের বরাতে বলা হয়, ভোরে মহেশখালীতে ইয়াবা উদ্ধারে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে ইয়াবা ব্যবসায়ীরা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে মাহমুদুলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।

অপরদিকে, টেকনাফেও একইভাবে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইমরান হোসেনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: ডাকাত দলের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন বলেন, ইয়াবা ব্যবসায়ীদের আস্তানায় অভিযান চলাকালে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে ইয়াবা ব্যবসায়ীরা। এ ঘটনায় দুই ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছে।

সারাবাংলা/এনএইচ

ইয়াবা ব্যবসা বন্দুকযুদ্ধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর