Friday 24 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে


২৯ সেপ্টেম্বর ২০১৮ ২৩:৩১ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৮ ০৯:৫৯

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: রাজধানীর কড়াইল বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

শনিবার (২৯ সেপ্টেম্বর) রাত ১১টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আতাউর রহমান সারাবাংলাকে জানান, রাত সাড়ে ১০টার দিকে বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। ঘণ্টাখানেক পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা সালেহ আহমেদ জানান, তুলার গুদাম থেকে আগুনের সূত্রপাত ঘটে। তবে স্থানীয়দের দাবি বৈদ্যুতিক খুটি থেকে প্রথমে আগুনের ফুলকি দেখা দেয়। এরপর আগুন বড় আকার ধারণ করে।

সর্বশেষ খবরে জানা যায়, আগুনে বস্তির ক্ষতিগ্রস্ত ঘরগুলোতে ঢুকে ফায়ার সার্ভিসের সদস্যরা ক্ষয়ক্ষতি নিরূপণ করছেন। পাশাপাশি তারা সেখানে উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

এরইমধ্যে ৭/৮ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, আগুনে ঘরবাড়ির থেকেও দোকানিরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। আগুনে ১৫-২০ টি দোকান পুড়ে গেছে বলে ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে।

কড়াইল বস্তিতে মোবাইল ফোন ব্যবসায়ী আনোয়ার হোসেন মঞ্জু বলেন, ‘আগুনে আমার দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। দোকানে যতগুলো নতুন মোবাইল ফোন ছিল তার অধিকাংশ পুড়ে গেছে। এছাড়া ঘটনাস্থল থেকে বেশ কিছু মোবাইল ফোন খোয়া গেছে।

সেলুন ব্যবসায়ী বিল্লাল হোসেন বলেন, ‘আগুনে আমার দোকানের ডেকোরেশন নষ্ট হয়েছে। এছাড়া আসবাবপত্র পুড়ে গেছে।’

এ নিয়ে গত দুই বছরে কড়াইল বস্তিতে চার বার আগুন লাগার ঘটনা ঘটল।

বিজ্ঞাপন

ছবি তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান

সারাবাংলা/এসও/একে

আরও পড়ুন

কড়াইল বস্তিতে আগুন লেগেছে

কড়াইল বস্তি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর