Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রচারনায় প্রস্ফুটিত ‘দেবী’


২৯ সেপ্টেম্বর ২০১৮ ১৯:১৩ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৮ ১৯:২৫

‘দেবী’র অভিনব প্রচারণা

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট।।

সময়ের কাটা ঘুরছে। এগিয়ে আসছে ‘দেবী’ মুক্তির ক্ষণ। অক্টোবরে পর্দায় আসবে দেবী। সে লক্ষ্যে চলছে জোর প্রচারনা। ছবির প্রযোজক জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তিনি চাইছেন সব ধরনের মানুষের কাছে দেবীর আগমনী বার্তা পৌছে দিতে।


আরও পড়ুন :  সিজন দুই নিয়ে আসছে ‘দুরন্ত সময়’


সেই উদ্দেশ্যে শুক্রবার (২৮ সেপ্টেম্বর) যমুনা ফিউচার পার্কের সেন্টার কোর্টে ‘দেবী মঞ্চ’ স্থাপন করা হয়। সেখানে দেশব্যাপী প্রায় সাড়ে চার হাজার প্রতিযোগির মধ্য থেকে প্রাথমিকভাবে ১০০ জন নির্বাচন করা হয়। পরবর্তীতে বিচারকদের রায়ে মনোনীত ২৫ জন নতুন মডেলকে সঙ্গে নিয়ে জয়া আহসান, চঞ্চল চৌধুরী ও শবনম ফারিয়া র‌্যাম্পে হাঁটেন। 

‘দেবী’ সিনেমার আবহ সংগীত ও গানে পুরো যমুনা ফিউচার পার্কের সেন্টার কোর্টে মোহনীয় এক পরিবেশ তৈরী হয়েছিল।

‘দেবী মডেল হান্ট’-এর বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন কাজী কামরুল ইসলাম, আসিফ খান, অপি করিম, বিপ্লব সাহা, রুখসানা আলী হীরা এবং মিলি।

আয়োজনের কোরিওগ্রাফিতে ছিলেন ইভান শাহরিয়ার সোহাগ ও রিজভী হোসেন। পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন রুম্মান রশীদ খান ও শান্তা ফারজানা।

হুমায়ূন আহমেদ এর মিসির আলী সিরিজের প্রথম উপন্যাস ‘দেবী’ অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। সিনেমাটি নির্মানের জন্য সরকারী অনুদান পান জয়া আহসান। এটি পরিচালনা করেছেন অনম বিশ্বাস।

সারাবাংলা/আরএসও/পিএম


আরও পড়ুন :

শাটলার শ্রদ্ধা!

ডিরেক্টরস গিল্ড নির্বাচন: সভাপতি লাভলু, অলিক সম্পাদক

রাফ অ্যান্ড টাফ লুকে বাপ্পী চৌধুরী

গঠনতন্ত্রে মানা, গুজব ভাসে নানা

প্রত্যাশা মাফিক এগোচ্ছে ‘সুই ধাগা’

ভোট ৪৫৬টি, ফল দিতে কত দেরি?


আরো দেখুন :

বিজ্ঞাপন

লুবনা মারিয়ামের সাক্ষাৎকার: নাচের মানুষ, কাছের মানুষ

https://www.youtube.com/watch?v=Vlz9HVc3_tY

অনম বিশ্বাস চঞ্চল চৌধুরী জয়া আহসান দেবী মঞ্চ শবনম ফারিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর