Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জবি ‘ইউনিট-১’-এর ভর্তি পরীক্ষা শুরু


২৯ সেপ্টেম্বর ২০১৮ ১০:৩২ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৮ ১৪:২১

।। জবি করেসপন্ডেন্ট ।।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ‘ইউনিট-১’-এর (বিজ্ঞান শাখা) সকাল শিফটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

শনিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়সহ মোট চারটি পরীক্ষাকেন্দ্রে শুরু হয় এই পরীক্ষা। সকাল শিফটের পরীক্ষা চলবে সকাল ১১টা ৩০ মিনিট পর্যন্ত। এরপর বিকেল শিফটের পরীক্ষা শুরু হবে বিকেল ৩টা ৩০ মিনিটে, চলবে বিকেল ৫টা পর্যন্ত। পরীক্ষার অন্য কেন্দ্রগুলো হচ্ছে পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে, বাংলাবাজার সরকারি উচ্চ বিদ্যালয় ও ঢাকা কলেজিয়েট স্কুল।

এবার ‘ইউনিট-১’-এর ৮২৫টি আসনের বিপরীতে লিখিত পরীক্ষার জন্য মনোনীত হয়েছেন ২৬ হাজার ৪০৫ জন শিক্ষার্থী। এর মধ্যে সকালের শিফটে অংশ নিচ্ছেন ১৩ হাজার ২৪১ জন, বিকেলের শিফটে অংশ নেবেন ১৩ হাজার ১৬৪ জন।

পরীক্ষার কেন্দ্রে সব ধরনের ডিজিটাল বা ইলেকট্রনিক ডিভাইস বহন করা নিষিদ্ধ। পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে পরিক্ষার্থীদের সার্চ করে হলে প্রবেশ করানো হয়।

সারাবাংলা/জেআর/টিআর

জগন্নাথ বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ভর্তি পরীক্ষা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর