Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ-ভারত পরিসংখ্যান কি বলে?


২৮ সেপ্টেম্বর ২০১৮ ১০:৪৭ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৮ ১৩:১৫

।। স্পোর্টস ডেস্ক।।

ক্ষণ গণনার দিন শেষ। এশিয়া কাপের ফাইনালের দিকে তাকিয়ে ক্রিকেট বিশ্ব। আরেকটি ফাইনালে ভারত ও বাংলাদেশ। শেষবার লাল-সবুজদের হারিয়ে ট্রফি ঘরে তুলেছিল ভারত। এ যাবৎ এ আসরে ১১ বার মুখোমুখি হয়েছে দু’দল। ২০১২ সাল ছাড়া ভারতের বিপক্ষে কখনও জেতা হয়নি টাইগারদের। তবে, ওয়ানডে তে এর আগে ৩৪ বারের মোকাবেলায় ৫টিতে জিতেছে বাংলাদেশ। এখন পর্যন্ত দু’দলের মুখোমুখি হওয়া ম্যাচগুলোর পরিসংখ্যান হলো,

বিজ্ঞাপন

বাংলাদেশ-ভারতের পরিসংখ্যান :
ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি রান (বাংলাদেশ) : মুশফিকুর রহিম, ২০ ম্যাচে ৫৯৯ রান।
ব্যক্তিগভাবে সবচেয়ে বেশি রান (ভারত) : বিরাট কোহলি, ১১ ম্যাচে ৬৫৪ রান।
সর্বোচ্চ দলীয় সংগ্রহ (বাংলাদেশ) : ৪৯.৪ ওভার ৩০৭, ঢাকা, ১৮ জুন ২০১৫।
সর্বোচ্চ দলীয় সংগ্রহ (ভারত) : ৫০ ওভার ৩৭০/৪, ঢাকা, ১৯ ফেব্রুয়ারি ২০১১।
সবচেয়ে বেশি উইকেট (বাংলাদেশ) : মাশরাফি বিন মর্তুজা, ১৮ ম্যাচে ২২ উইকেট।
সবচেয়ে বেশি উইকেট (ভারত) : অজিত আগাকার, ৮ ম্যাচে ১৬ উইকেট।
সবচেয়ে বেশি ক্যাচ (বাংলাদেশ) : নাসির হোসেন, ৯ ম্যাচে ৭ ক্যাচ।
সবচেয়ে বেশি ক্যাচ (ভারত) : শিখর ধাওয়ান, ৭ ম্যাচে ৬ ক্যাচ।
উইকেটরক্ষক হিসেবে সবচেয়ে বেশি ডিসমিসাল (বাংলাদেশ) : মুশফিকুর রহিম, ২০ ম্যাচে ২২ ডিসমিসাল।
উইকেটরক্ষক হিসেবে সবচেয়ে বেশি ডিসমিসাল (ভারত) : মহেন্দ্র্র সিং ধোনি, ১৯ ম্যাচে ২৯ ডিসমিসাল।
সেরা জুটি (বাংলাদেশ) : এনামুল হক-মুশফিকুর রহিম, তৃতীয় উইকেটে ১৩৩ রান, ফতুল্লা।
সেরা জুটি (ভারত) : বিরাট কোহলি-আজিঙ্কা রাহানে, তৃতীয় উইকেটে ২১৩ রান, ফতুল্লা।
সবচেয়ে বেশি ম্যাচ (বাংলাদেশ) : মুশফিকুর রহিম, ২০টি।
সবচেয়ে বেশি ম্যাচ (ভারত) : মহেন্দ্র্র সিং ধোনি, ২১টি।
অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ (বাংলাদেশ) : হাবিবুল বাশার, ৭টি।
অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ (ভারত) : মহেন্দ্র্র সিং ধোনি, ১১টি।

বিজ্ঞাপন

আরও পড়ুন: দেশে ফিরেই হাসপাতালে ভর্তি হতে হলো সাকিবকে

সারাবাংলা/জেএইচ

এশিয়া কাপ ২০১৮ বাংলাদেশ-ভারত

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর