Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুপ্রিমকোর্ট খুলছে সোমবার


২৭ সেপ্টেম্বর ২০১৮ ১৭:৫০

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: আগামী সোমবার (১ অক্টোবর) দীর্ঘ ৪৬ দিনের অবকাশ শেষে শুরু হচ্ছে সুপ্রিমকোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম। বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে ১ অক্টোবর থেকে নিয়মিত বেঞ্চে সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার সংক্রান্ত বেঞ্চ গঠনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

এতে বলা হয়, বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্টে ডিভিশন বেঞ্চ সব ধরনের রিট, বিচারপতি মো. রইস উদ্দিনের একক হাইকোর্ট বেঞ্চ দেওয়ানি, বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর সমন্বয়ে গঠিত একটি হাইকোর্টে ডিভিশন বেঞ্চ ২০১৫ সাল পর্যন্ত দায়ের হওয়া সব ধরনের রিট, বিচারপতি ফরিদ আহমেদের একক বেঞ্চ এবং বিচারপতি মো. সেলিমের একক বেঞ্চ ফৌজদারি শুনানি ও নিষ্পত্তি করবেন।

পাশাপাশি পূর্ব নির্ধারিত বিভিন্ন বেঞ্চ তাদের কার্যক্রম পরিচালনা করবে।

গত ১৫ আগস্ট ঈদুল আজহা, সরকার ঘোষিত অন্যান্য ছুটি, সাপ্তাহিক ছুটি এবং কোর্টের অবকাশের কারণে প্রায় দেড় মাস সুপ্রিমকোর্টে নিয়মিত বিচার কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই ছুটি চলবে।

ছুটি চলাকালে জরুরি বিষয় শুনানি ও নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে আপিল ও হাইকোর্ট বিভাগে অবকাশকালীন বেঞ্চ গঠন করে দেন। এছাড়া সুপ্রিমকোর্টের আপিল বিভাগের চেম্বার কোর্টে তারিখ ও সময় নির্ধারণ করে দিয়ে আদালত নির্ধারণ করে দেওয়া হয়। এসব বেঞ্চে বিচারিক কার্যক্রম পরিচালিত হয়।

সারাবাংলা/এটি

বিজ্ঞাপন

সুপ্রিমকোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর