Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১ অক্টোবর থেকে বিএনপির আন্দোলন শুরু : মওদুদ


২৭ সেপ্টেম্বর ২০১৮ ১৪:৩২ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৮ ১৫:৩৫

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা : জাতীয় ঐক্য গঠনের মাধ্যমে দলের চেয়ারপারসন কারাবন্দি বেগম খালেদা জিয়াকে মুক্ত করে বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেছেন, ‘পহেলা অক্টোবর থেকে আমাদের কর্মসূচি শুরু হবে। তাই সবাইকে আন্দোলনের প্রস্তুতি নিতে হবে। আন্দোলন সফল হলে তারপর নির্বাচন হবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, রাজপথে নেমে কর্মসূচি সফল করতে হবে।’

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে ভাসানী ভবনে দলের প্রয়াত নেতা আ স ম হান্নান শাহর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহিলা দল আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন ব্যরিস্টার মওদুদ।

বিএনপির এই নেতা বলেন, ‘আমাদের সামনে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। তাই আমরা গণতন্ত্রমনা সব দলের সঙ্গে একটি জাতীয় ঐক্য তৈরিতে কাজ করছি। দ্রুত এটি সফল হবে।’

‘আওয়ামী লীগ যদি আবারও ৫ জানুয়ারি মার্কা নির্বাচন করতে চায়, তাহলে সেটি তাদের দিবাস্বপ্ন। এ দেশের জনগণ ভোটারবিহীন কোনো নিবাচনের ষড়যন্ত্র সফল হতে দেবে না’, যোগ করে মওদুদ আহমদ।

খালেদা জিয়ার মামলার কার্যক্রম পরিচালনার জন্য কারাগারের ভেতর আদালত বসানোর সমালোচনা করে সাবেক এই আইনমন্ত্রী বলেন, ‘কত বড় প্রতিহিংসা খালেদা জিয়ার প্রতি। জেলখানায় আদালত বসিয়ে সেখানে বিচারকাজ পরিচালনা করছে। যেটা কল্পনাতীত। আমাদের সংবিধানে আছে, কারো বিচারকাজ চললে সেটি হবে উন্মুক্ত। কিন্তু সেটি না করে সরকার বেআইনিভাবে কারাগারে আদালত বসিয়ে খালদা জিয়ার মামলার বিচারকাজ চালাচ্ছে।’

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার লেখা বইয়ের প্রসঙ্গেও এসময় কথা বলেন মওদুদ আহমেদভ তিনি বলেন, ‘এস কে সিনহা একটি বই লিখেছেন, সেখানে তিনি অনেক কিছু প্রকাশ করেছেন। অনেক কিছু বলে গেছেন, অনেকের দুর্নীতির কথা বলেছেন। সে জন্য সরকার ও তাঁর মন্ত্রীরা তাঁকে নিয়ে বিভিন্ন কথা বলছেন।’

বিজ্ঞাপন

বিএনপির এই নেতা বলেন,  ‘তিনি একটি অমর রায় লিখে গেছেন। এ রায় সরকার গ্রহণ করতে পারেনি বলে তাঁকে চলে যেতে হয়েছে। সরকার একদিকে বলে স্বাধীন বিচার বিভাগের কথা, অন্যদিকে তারা বিচার বিভাগকে নিজের নিয়ন্ত্রণে নিতে চায়। এটি সরকারের দ্বৈতনীতি।’

সভায় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহম্মেদসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সারা বাংলা/এজেড/এসএমএন

পহেলা অক্টোবর ব্যরিস্টার মওদুদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর