‘মাশরাফি ভাই বলেছিলেন, হয় মারো নয়তো মরো’
২৭ সেপ্টেম্বর ২০১৮ ০৯:৪৭ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৮ ১৫:৩৬
।। স্পেশাল করেসপন্ডেন্ট।।
পাকিস্তানের সঙ্গে ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ, নামতে হবে সাকিব আল হাসানকে ছাড়া। আগে থেকেই তামিম ইকবালকে হারিয়ে বাংলাদেশের ব্যাটিং অনেকটাই খর্বশক্তির, সাকিবকে হারানো মানে একই সঙ্গে দুজনকে হারিয়ে ফেলা। এমন একটা সময়ে দলের সবাই কীভাবে উজ্জীবিত করেছিলেন নিজেদের? কাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে প্রশ্নটা করা হলো মুশফিকুর রহিমের কাছে। কালকের ম্যাচে ৯৯ রান করে নায়ক মুশফিক বললেন, ম্যাচটা যুদ্ধ হিসেবে চিন্তা করে সবাই নিজেদের সর্বস্ব দেওয়ার জন্যই নেমেছেন। আর তাতেই পাকিস্তানকে হারিয়ে আরও একবার এশিয়া কাপের ফাইনালে চলে গেছে বাংলাদেশ।
এশিয়া কাপের প্রথম ম্যাচেই তামিমকে চোটের জন্য হারিয়ে ফেলে বাংলাদেশ। সাকিবও খেলছিলেন চোট নিয়ে, শেষ পর্যন্ত পাকিস্তানের সঙ্গে ম্যাচের আগে আঙুলের ব্যথা এতোটাই বেড়ে যায় দেশেই চলে আসতে হয়েছে তাঁকে। বাংলাদেশ দল ম্যাচের আগে যখন কথা বললেন, তখন মাশরাফি বিন মুর্তজা সবাইকে বললেন, নিজেদের উজাড় করে দিতে। বাকিটা মুশফিকের মুখেই শুনুন, ‘সবাই মিলে একটাই কথা বলেছি। মাশরাফি ভাই যেমন বলেছেন, যুদ্ধে নামলে পেছনে তাকিয়ে থাকার উপায় নেই। যুদ্ধে নেমে গা বাঁচিয়ে চলার উপায় নেই। হয় মারো, নয়তো মরো। আমরা ফল নিয়ে চিন্তা না করে আমাদের ১০০ ভাগ দেওয়ার চিন্তা করেছি।’
কালকের ম্যাচে সাকিব-তামিম তো ছিলেনই না, মুশফিকও চোটের জন্য পরে আরকিপিং করতে পারেননি। অবিশ্বাস্য এক ক্যাচ নিতে গিয়ে আঙুলে ব্যথা পেয়েছেন মাশরাফি, ক্ষণিকের জন্য মাঠ ছেড়েছিলেন। ওই সময় মাঠে ছিলেন না মাহমুদউল্লাহও। সাময়িকভাবে দায়িত্ব ছিল মিরাজের কাঁধে। মুশফিক মনে করিয়ে দিলেন, এই বাংলাদেশ একক কোনো ব্যক্তির ওপর নির্ভরশীল নয়, বরং সবাই নিজেকে উজাড় করে দেন এখানে, ‘অনেক সময় দেখা গেছে, আমি হয়তো থাকব না। অন্য কেউ, বা আমাদের পাঁচজনও নাও থাকতে পারে। কিন্তু কাউকে না কাউকে দায়িত্ব নিতে হবে। আমি মনে করি, জুনিয়ররাই আজকের ম্যাচের সবচেয়ে বড় হিরো।’
ভারতের সঙ্গে কাল ফাইনালেও থাকবেন না সাকিব-তামিম। পাকিস্তানের মতো অন্য সবাইকে আরও একবার জ্বলে উঠতে হবে তাই।
আরো পড়ুন : পাকিস্তানকে হটিয়ে ফাইনালে টাইগাররা
সারাবাংলা/এএম
এশিয়া কাপ ২০১৮ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বাংলাদেশ বনাম পাকিস্তান মাশরাফি বিন মর্তুজা মুশফিকুর রহিম