জনগণ ও দেশের উন্নয়ন হয় এমন দলকেই ভোট দিতে হবে: রাষ্ট্রপতি
২৬ সেপ্টেম্বর ২০১৮ ২২:৫৪
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
কিশোরগঞ্জ: জনগণের উদ্দেশ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ‘সামনে নির্বাচন আসছে, যে দলকে ভোট দিলে জনগণ ও দেশের উন্নয়ন হয়, এমন দলকেই ভোট দিয়ে নির্বাচিত করার কথা চিন্তা করবেন।’
আজ বুধবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় কিশোরগঞ্জের নিজ জন্মস্থান মিঠামইন উপজেলার মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজ মাঠে দ্বিতীয় বার রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি আরও বলেন—ভাল, সৎ ও চরিত্রবান মানুষ, যারা মানুষকে ভালবাসে সে ধরণের মানুষকে যেন দল নমিনেশন দেয় এবং সে ধরণের মানুষকে ভোট দেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস শাহীদ ভূঁইয়ার সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, জেলা পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমানসহ অনেকে।
এর আগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মিঠামইন উপজেলা বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন।
সারাবাংলা/এমআই