নিখোঁজের ৫ দিন পর বাঁশবাগানে মিলল শিক্ষিকার লাশ
২৬ সেপ্টেম্বর ২০১৮ ১৪:০৩ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৮ ১৪:১৩
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
শরীয়তপুর : গত শুক্রবার (২১ সেপ্টেম্বর) থেকে নিখোঁজ ছিলেন শরীয়তপুরের জাজিরা উপজেলার পশ্চিম রায়েরকান্দি গ্রামের বাসিন্দা স্কুল শিক্ষক রুবিনা আক্তার (৩৪)। পাঁচদিন পর মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় একটি বাঁশ বাগানে পাওয়া গেছে তার লাশ।
রুবিনা আক্তার ওই উপজেলার বড় মুলনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা করতেন।
জাজিরা থানা ও স্থানীয়রা জানিয়েছেন, পশ্চিম রায়েরকান্দি গ্রামের মৃত হাসান মুন্সির মেয়ে রুবিনা আক্তার ২০১০ সালে বড় মুলনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক হিসেবে যোগ দেন। এক বছর আগে পাশের পূর্ব রায়েরকান্দি গ্রামের ইতালি প্রবাসী আক্তার মল্লিকের সঙ্গে মোবাইল ফোনে বিয়ে হয় তার। আগামী জানুয়ারিতে আক্তার মল্লিখ দেশে ফিরলে রুবিনাকে আনুষ্ঠানিকভাবে শ্বশুরবাড়ি নিয়ে যাওয়ার কথা ছিল। বর্তমানে রুবিনা তার মা রাবেয়া খাতুনের সাথে বসবাস করতেন।
গত শুক্রবার দুপুরে বিদ্যালয়ের প্রয়োজনীয় কিছু কাগজপত্র ফটোকপি করার জন্য জাজিরা উপজেলা সদরে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন রুবিনা। এরপর আর ফিরে আসেননি। তিনি বাড়ি না ফেরায় শনিবার (২২ সেপ্টেম্বর) তার ভাই শামছুল হক মৃধা জাজিরা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) গ্রামের বাসিন্দারা তাদের বাড়ির কাছে একটি বাঁশ বাগানে বাঁশের সঙ্গে ওড়না দিয়ে বাঁধা লাশের সন্ধান পেয়ে পুলিশে খবর দেন।
বড় মুলনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খান আব্দুর রহিম অভিযোগ করে বলেন, রুবিনা খুব ভালো স্কুল শিক্ষক ছিলেন। তার জন্য সবাই উদ্বিগ্ন ছিলাম। পরিকল্পিত ভাবে তাকে হত্যা করা হয়েছে অভিযোগ করে তিনি রুবিনার মৃত্যুর প্রকৃত কারণ উদ্ধারের দাবি জানান।
রুবিনার ভাই শামছুল হক মৃধা বলেন, ‘শুক্রবার রুবিনা রোজা ছিল। কাজে জাজিরা উপজেলা সদর গিয়েছিল। সেখান থেকে ফিরে পরিবারের সদস্যদের নিয়ে ইফতার করার কথা ছিল। কিন্তু বোনটিকে কোথাও খুঁজে পেলাম না। পুলিশের কাছে ছুটে গেলাম। পুলিশও সন্ধান দিতে পারল না। এভাবে বোনের লাশ খুজে পাব ভাবতে পারিনি। তাকে হত্যা করে বাঁশ বাগানে লাশ ফেলে রাখা হয়েছে।’
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলায়েত হোসেন জানান, লাশটি ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসাপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ বলা যাবে। এর পর আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।
সারাবাংলা/এসএমএন