শাহবাগে পুলিশের গুলিতে দুই ‘ছিনতাইকারী’ আহত
২৬ সেপ্টেম্বর ২০১৮ ১২:০৫ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৮ ১২:০৬
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা : রাজধানীর শাহবাগের আইইডি ভবনের পাশে পুলিশের গুলিতে দুইজন আহত হয়েছেন। পুলিশের দাবি আহত দুইজন ছিনতাইকারী।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন, কবির হোসেন (৩৫) ও সালমান (২৮)। তাদের দুজনের বাড়িই নারায়ণগঞ্জর বন্দর এলাকায়। গুলিবিদ্ধ অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শাহবাগ থানার উপ পরিদর্শক (এসআই) মঞ্জুরুল হোসেন জানান, রাতে দুজন মোটরসাইকেল নিয়ে বিভিন্ন জায়গায় ছিনতাই করে শাহবাগ আইইডি ভবনের পাশে আসে। ওয়্যারলেসের মাধ্যমে খবর পেয়ে তাদের ধরতে যান পুলিশ সদস্যরা। এসময় তারা পালাতে গেলে তাদেরকে লক্ষ্য করে গুলি করা হয়। এতে দুজনের ডান পা গুলিবিদ্ধ হয়। এদের কাছ থেকে খেলনা পিস্তল, মোটরসাইকেল আর চাপাতি জব্দ করা হয়।
পরে তাদেরকে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে যান বলে জানান এই কর্মকর্তা।
সারাবাংলা/এসআর/এসএমএন