Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ীর মৃত্যু, দাবি র‌্যাবের


২৬ সেপ্টেম্বর ২০১৮ ১০:৩৮

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার নগরকসবা এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন মারা গেছেন। র‌্যাবের দাবি নিহত আব্দুল মালেক (৪৫) একজন মাদক ব্যবসায়ী।

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে এ ঘটনা ঘটে।

র‌্যাব-১১ এর কমান্ডার এএসপি মহিতুল ইসলাম বলেন, মুন্সীগঞ্জের মিরকাদিমের নগরকসবা এলাকায় টহলরত র‌্যাব সদস্যের সঙ্গে একদল মাদক ব্যবসায়ীর বন্দুকযুদ্ধ হয়। এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। তবে আহত হন দুই র‌্যাব সদস্য। পরে ঘটনাস্থলে একজনের গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখা যায়। লাশটি মাদক ব্যবসায়ী আব্দুল মালেকের বলে সনাক্ত করা হয়। লাশের সঙ্গে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলিসহ একটি ম্যাগজিন, ৮০০ ইয়াবা ট্যাবলেট, আড়াই হাজার টাকা ও একটি মোবাইল সেট পাওয়া গেছে।

পরে লাশের ময়নাতদন্তের জন্য সেটি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এছাড়া বন্দুকযুদ্ধে আহত সহকারী উপপরিদর্শক আর্শেদ ও নায়েক লোক নাথকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান এই র‌্যাব কর্মকর্তা।

সারাবাংলা/এসএমএন

 

বন্দুকযুদ্ধ মুন্সীগঞ্জ র‍্যাব