জবিতে চোরের উৎপাত, সাহায্য চাইতে এসে মোবাইল চুরি!
২৫ সেপ্টেম্বর ২০১৮ ২২:৪৮ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৮ ২২:৫১
।। জবি করেসপন্ডেন্ট ।।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে(জবি) বেড়েছে চোরের উৎপাত। বিভিন্ন সংগঠনের নামে-বেনামে ক্যাম্পাসে প্রবেশ করে মোবাইল, সাইকেল, মানিব্যাগ চুরির ঘটনা বেড়েই চলেছে। এসব অপ্রীতিকর ঘটনা বাড়ার ফলে উদ্বিগ্ন হয়ে পড়েছেন সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৫সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ক্যান্টিনে মোবাইল চুরির এমনই এক ঘটনা ঘটে।
ভুক্তভোগী জবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১২ত ব্যাচের শিক্ষার্থী নাসিফ আলম চয়ন।
নাসিফ বলেন, আমি ক্যান্টিনে বসে মোবাইল থেকে হটস্পটের মাধ্যমে ল্যাপটপে নেট সংযোগ দিয়ে একটি কাজ করছিলাম। এসময় ‘বধীর ক্রিয়া সংগঠন’ নামে একটি সংগঠনের কাগজ দেখিয়ে খয়েরি রংয়ের শার্ট পরিধেয় এক ব্যক্তি আমার কাছে সহযোগিতা চান । আমি ব্যস্ত ছিলাম বলে, তাকে ‘মাফ করেন’ বলি। আমি আমার কাজে ল্যাপটপের মনিটরে মনযোগী ছিলাম। এসময় তিনি পাশেই দাঁড়িয়ে ছিলেন। আমি নেট সংযোগ বন্ধ দেখে ভাবি ফোনে হাত দেবো । এসময় দেখি আমার ‘শাওমি এ-১’ সেটটি নেই। দৃষ্টি সরাতেই ঐ ব্যক্তি আমার মোবাইল নিয়ে পালিয়ে গেছে। তৎক্ষণাৎ তাকে খুঁজতে থাকি কিন্তু খুঁজে পাইনি। কিন্তু তার চেহারা স্পষ্ট মনে আছে।
আরও পড়ুন: শৃঙ্খলা ভঙ্গের দায়ে জবির দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার
নাসিফ অভিযোগ করে জানান, সিসি টিভি ফুটেজ দেখে সন্দেহভাজন ব্যক্তিকে সনাক্ত করতে বললে লিখিত অভিযোগ দিতে বলেন সহকারী প্রক্টর ড. মোস্তফা কামাল। এধরনের ঘটনায় সিসি টিভি ফুটেজ নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন কাল বিলম্ব নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তার সহপাঠীরাও।
ঘটনা সম্পর্কে অবগত আছেন কিনা জানতে চাইলে সহকারী প্রক্টর ড. মোস্তফা কামাল সারাবাংলাকে বলেন, আমার কাছে এমন কোন অভিযোগ আসেনি।
এ বিষয়টি নিয়ে জানতে চাইলে জবি প্রক্টন নূর মোহাম্মদ সারাবাংলাকে বলেন, এ বিষয়ে আমরা লিখিত কোন অভিযোগ পাইনি। বিশ্ববিদ্যালয়ে ২৪ হাজার শিক্ষার্থী প্রতিনিয়ত যাতায়াত করে। মাসে দু একটা অপ্রীতিকর ঘটনা ঘটতেই পারে । অনেকে মোবাইল হারিয়ে গেলেও চুরি হয়েছে বলে। এমন কোন ঘটনা ঘটলে সিসি ক্যামেরা দেখে আমরা অপরাধীকে সনাক্ত করবো ।
চুরির ঘটনা প্রতিরোধে কোন ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে সকলে প্রবেশ করে। সবাই একসাথে ঘেঁষাঘেঁষি করে চলে । আমাদের সকল শিক্ষার্থীদের সচেতন হতে হবে। কি পদক্ষেপ গ্রহণ করা যায় ভেবে দেখতে হবে।
সারাবাংলা/জেআর/এনএইচ