Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জনগণের ভালোবাসার জন্য কাজ করি: গোলাম দস্তগীর গাজী


২৫ সেপ্টেম্বর ২০১৮ ১৮:৪৮

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

নারায়ণগঞ্জ: আমি জনগণের ভালোবাসার জন্য কাজ করি বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রূপগঞ্জের পিতলগঞ্জের ঋষিপাড়ায় পথসভা ও গণসংযোগকালে তিনি এ কথা বলেন।

গোলাম দস্তগীর গাজী বলেন, ‘আমার চাওয়া-পাওয়ার কিছু নেই। আমার পকেট ভরার দরকার নেই। কাজ দেবেন কাজ করে দেব। আমি জনগণের ভালোবাসার জন্য কাজ করি। রূপগঞ্জবাসী যে উন্নয়ন চায় করে দেব।’

সংসদ সদস্য হিসেবে নিজের উন্নয়ন কর্মকাণ্ডের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ‘২০০৮ সালে পিতলগঞ্জে ৮টি মন্দির ছিল এখন ৫০টির মতো। এগুলো আমি করে দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘এই এলাকায় রাস্তাঘাটের উন্নয়ন, পানির সমস্যা দূরীকরণ, বিদ্যুৎ, গ্যাস সংযোগ আমি দিয়েছি। এ ছাড়া পাঁচ বিঘা জমির ওপর মন্দির করে দেওয়া হচ্ছে। আমি শুধু চাই আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন। আপনাদের সকল চাওয়া-পাওয়া পূরণ করে দেব। আপনারা আমাকে যা বলেছেন আমি তাই করে দিয়েছি। তাই আপনাদের কাছে আমার চাওয়া নৌকা মাকার্য় আমাকে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দেন।’

এ সময় আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন মোল্লা, প্রচার সম্পাদক মানজারি আলম টুটুল,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী নীলা, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হাজী নাদিম ভুঁইয়া, সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করীম মাঞ্জু, ইউনিয়ন মেম্বার সালাহ্উদ্দিন ভুঁইয়া, আওয়ামী লীগ নেতা জুয়েল মাস্টারসহ প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসজে/একে

গোলাম দস্তগীর গাজী নারায়ণগঞ্জ সংসদ সদস্য

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর